shono
Advertisement

Breaking News

রবিবার পৈলানে অভিষেকের ‘শ্রদ্ধার্ঘ্য’

সোশাল মিডিয়ায় কর্মসূচির কথা জানান খোদ অভিষেক।
Posted: 07:05 PM Jan 03, 2024Updated: 07:33 PM Jan 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবীণ-নবীন মতভেদের মাঝে আগামী রবিবার নিজের সংসদীয় এলাকায় কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।সূত্রের খবর, পৈলানের ওই সভা থেকে প্রবীণ নাগরিকদের হাতে বার্ধক্য ভাতার চেক তুলে দেওয়া হবে। তাই এই অনুষ্ঠানের নাম ‘শ্রদ্ধার্ঘ্য’। সোশাল মিডিয়ায় অনুষ্ঠানের কথা জানান খোদ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক।

Advertisement

আগেই ৬০ বছরের উর্ধ্বে সমস্ত প্রবীন নাগরিকদের পেনশন দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য। বহু মানুষ আবেদন করেছেন দুয়ারে সরকার শিবিরে গিয়ে। কেউ টাকা পাচ্ছেন, কেউ পাচ্ছেন না বলেই দাবি। গত ডিসেম্বরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “গত এক-দেড় মাস ধরে আমি ডায়মন্ড হারবার লোকসভা এলাকার প্রশাসনের কাছে খবর নিয়েছি। জেনেছি ৭০ হাজার মানুষ দুয়ারে সরকার শিবিরে নতুন করে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য নাম লিখিয়েছেন। তাঁদের আমরা আমাদের সাধ্যমতো বার্ধক্য ভাতা দেব। সরকার যবে দেবে দিক।

[আরও পড়ুন: ‘যতটা রক্ত ওদের ঝরেছে, ততটাই রক্ত ঝরবে…’, ‘পারিয়া’র টিজারে হুঙ্কার বিক্রমের]

তার আগে আগামী বছরের ১ জানুয়ারি থেকে আমরা আমাদের সাধ্যমতো বার্ধক্য ভাতা পৌঁছে দেব। ডায়মন্ড হারবার লোকসভায় এক থেকে দেড় লক্ষ তৃণমূল কর্মী রয়েছেন। তাঁদের থেকে সাহায্য নিয়ে বার্ধক্যভাতা দেওয়া হবে। এটাই ডায়মন্ড হারবার মডেল। কারও যদি গায়ে লাগে, তা হলে কিছু করার নেই।” কারা টাকা পাচ্ছেন না, তা খতিয়ে দেখতে সাংসদের নির্দেশে ২০৩টি ক্যাম্পও করা হয়।

এই নির্দেশের পরই নতুন বছরের প্রথম রবিবার পৈলানে সভা অভিষেকের। তার আগে সোশাল মিডিয়ায় অভিষেকের কর্মসূচির নাম উল্লেখ করে পোস্ট করেন। লেখেন, ডায়মন্ড হারবারের প্রবীণ নাগরিকদের ‘শ্রদ্ধার্ঘ্য’। তাই মনে করা হচ্ছে, ওই সভা থেকে প্রবীণ নাগরিকদের হাতে বার্ধক্য ভাতার চেক তুলে দেওয়া হবে। ওই সভা থেকে কী বার্তা দেন অভিষেক, সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: তৃণমূল ছাড়ছেন রাজন্যা! এবার কোন ভূমিকায় দেখা যাবে ছাত্রনেত্রীকে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার