shono
Advertisement

Breaking News

Viral Video

চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে যাত্রীদের তুইতোকারি! খুদেকে সপাটে 'চড়' মহিলার, ভাইরাল ভিডিও

বনগাঁ লোকালে কেন এই অশান্তি?
Published By: Tiyasha SarkarPosted: 04:56 PM Dec 28, 2025Updated: 04:56 PM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকাল ট্রেনের দরজায় মহিলাদের সঙ্গে তর্ক জুড়েছে এক খুদে। তুই-তোকারিতেই থামেনি সে! বড়দের জুতো পেটার হুমকি দিতেও দেখা যায়। সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সেই ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। নাবালিকার আচরণে ক্ষুব্ধ আমজনতা। কমেন্ট বক্সে একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা। কিন্তু ঠিক কী ঘটেছিল?

Advertisement

শহরতলির বাসিন্দারা প্রতিদিনই লোকাল ট্রেনে সফর করেন। স্বাভাবিকভাবেই বিভিন্নরকম অভিজ্ঞতার সাক্ষী হন তাঁরা। নিয়মিত যাতায়াত করতে করতে বন্ধুত্ব হয়ে যায় কতমানুষের। বিশেষদিনে ট্রেনে আনন্দে মেতেও ওঠেন তাঁরা। খারাপ ঘটনার সাক্ষীও হতে হয় অনেক। সামান্য কথা কাটাকাটি থেকে চুলোচুলিও ঘটনাও ঘটে ট্রেন সফরে। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেরকমই এক বচসা-হাতাহাতির ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, লোকাল ট্রেনের দরজার কাছে প্রায় ঝুলন্ত অবস্থায় এক নাবালিকা। সঙ্গে রয়েছেন এক মহিলা। সম্ভবত তিনি নাবালিকার মা। দেখা যাচ্ছে ট্রেনে থাকা মহিলাদের সঙ্গে তর্কে জড়িয়েছে নাবালিকা। তার আচরণে চটে গিয়ে চড় মারার কথা বলেন অন্য যাত্রীরা। তাতেই চোখ পাখিয়ে প্রায় তেড়ে যায় খুদে যাত্রী।

ভিডিওতে শোনা যাচ্ছে চোখ পাকিয়ে নাবালিকা বলছে, "আমাদের জুতো দিয়ে মারলে আমরাও মারব। একটা থাপ্পর মারব।" এরপরই মহিলা যাত্রীরা সটান চড় বসায় নাবালিকার গালে। চলন্ত ট্রেনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু'পক্ষ। মেয়েকে থামানো তো দূর, দেখা যায় তাকে সঙ্গ দিচ্ছেন মা! এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই কমেন্ট বক্সে নাবালিকাকে তুলোধোনা করেছেন সকলে। কেউ আবার ব্যঙ্গ করে লিখেছেন, "এখনই ঝগড়ায় পিএইচডি করে ফেলেছে।" কিন্তু কেন এই বচসা? জানা যাচ্ছে, বিকেলে বনগাঁ লোকালে খুদে দরজায় দাঁড়ানোর তার মাকে সচেতন করেছিলেন অন্যযাত্রীরা। বলেছিলেন, ভিতরে ঢুকে দাঁড়াতে। তাতেই এই কেলেঙ্কারি!

 

(ভিডিও ও ঘটনার সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লোকাল ট্রেনের দরজায় মহিলাদের সঙ্গে তর্ক জুড়েছে এক খুদে।
  • তুই-তোকারিতেই থামেনি সে! বড়দের জুতো পেটার হুমকি দিতেও দেখা যায়।
  • নাবালিকার আচরণে ক্ষুব্ধ আমজনতা। কমেন্ট বক্সে একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা।
Advertisement