shono
Advertisement

‘কারও বাবার চাকর নই, পঞ্চায়েতের পর দেখা যাবে’, ইডির নোটিসে পালটা অভিষেকের

'তৃণমূলে নবজোয়ার' বারবার স্থগিত করে যাওয়া সম্ভব নয়, সাফ কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
Posted: 08:51 PM Jun 08, 2023Updated: 09:10 PM Jun 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলায় জেলায় জনসংযোগ কর্মসূচি বারবার স্থগিত করে তদন্তকারীদের নোটিসে হাজিরা দেওয়া সম্ভব নয়। কর্মসূচি শেষ হলে পঞ্চায়েত ভোটের (WB Panchayet Election) পর সেসব নিয়ে দেখা যাবে। এখন সময় নষ্ট করার মতো সময় নেই। বৃহস্পতিবার ইডির নোটিস পেয়ে কৃষ্ণনগরে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি থেকে ইডির (ED)উদ্দেশে কড়া বার্তা দিয়ে মঙ্গলবার হাজির হবেন না বলেই কার্যত জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 

Advertisement

এর আগে গত ২০ মে সিবিআই তাঁকে নিজাম প্যালেসে ডেকে প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। সূত্রের খবর, সেসময়ই তিনি তদন্তকারীদের অনুরোধের সুরে জানিয়েছিলেন, তদন্তে তিনি অবশ্যই সহযোগিতা করবেন। তবে তাঁঁর নবজোয়ার কর্মসূচি শেষ হলে যেন ফের তলব করা হয়। মাঝে এই জনসংযোগ কর্মসূচি স্থগিত করে তাঁকে কলকাতায় আসতে হচ্ছে, যা বেশ অসুবিধাজনক।  কিন্তু সেই অনুরোধ রাখেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পরই সন্ধেবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। আগামী মঙ্গলবার তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। একই জায়গায় এদিন দুপুরে ৪ ঘণ্টা ধরে তাঁর স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। আর তারপর অভিষেককে নোটিস। 

[আরও পড়ুন: Panchayat Election 2023: ৮ জুলাই একদফায় রাজ্যে পঞ্চায়েত ভোট, দিনক্ষণ জানালেন নির্বাচন কমিশনার]

এই নোটিসে ব্যাপক ক্ষুব্ধ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কৃষ্ণনগরের কালীগঞ্জে কর্মসূচিতে এই খবর পৌঁছনো মাত্র তাঁর কড়া প্রতিক্রিয়া, ”আমি কারও বাবার চাকর নই। যতবার ডাকবে, ততবারই যেতে হবে নাকি? পঞ্চায়েত ভোটের পর দেখা যাবে। আর তাছাড়া আমি এখনও কোনও নোটিস পাইনি।” তিনি আরও বলেন, ”আজ আমার স্ত্রীকে ইডি অফিস থেকে ছাড়া হয়েছে ৪টে ২০ বা ২২ নাগাদ। আমাকে সাডড়ে ৪টে নাগাদ নোটিস দেওয়া হয়। টাইমিংটা খেয়াল করুন। এর আগেরবার আমি একদিনের নোটিসে সিবিআইয়ের তলবে কলকাতায় ছুটে এসেছিলাম। সেবার বারবার তাঁদের অনুরোধ করি যে নবজোয়ার যাত্রাটা শেষ করতে দিন, তারপর যখন ডাকবেন, আসব। অবশ্য আমি এতে এদের দোষ দেখছি না। আমার অফিসারদের প্রতি কোনও রাগ, অভিমান নেই। এসব দিল্লি করাচ্ছে। শুধু হেনস্তা করার ছক।”

[আরও পড়ুন: হিরে মজুরের কানাকড়ি নেই! ২ সন্তান, স্ত্রীকে নিয়ে বিষ খেয়ে মৃত্যু গুজরাটে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement