সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢাকঢোল পিটিয়ে লিওনেল মেসিকে আনা হল। কোটি কোটি টাকা খরচ করে আয়োজিত হল 'গোট ট্যুর' স্টেডিয়াম ভরল, ভিআইপিরা ছবি তুললেন, সমর্থকরা ঈশ্বর দর্শনের অনুভূতি পেলেন। অথচ এত কিছুর পরও ভারতীয় ফুটবলের কোনও উন্নতি হল কী? ভারতের ফুটবল যে তিমিরে ছিল, সেখানেই রইল। কানাকড়ি বিনিয়োগের ইচ্ছা নেই কারও। দেশের গোটা ফুটবল সিস্টেমটাই অনিশ্চয়তার মুখে। যা নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ জিংঘান।
মেসির সফর শেষে সোশাল মিডিয়ায় লম্বা পোস্টে ভারতীয় ফুটবল এবং ফুটবলারদের দুর্দশার কথা তুলে ধরে একপ্রকার কাতর আর্তি করলেন সন্দেশ। তিনি বলছেন, 'মেসিকে ঘিরে সারা দেশের মাতামাতি শেষ হয়েছে। শুরুতেই বলতে চাই আমি সত্যিই খুশি এটা জেনে যে আমাদের দেশ এত ফুটবল ভালোবাসে। এই খেলার তারকাকে দেখার জন্য এখনও গোটা স্টেডিয়াম ভরে যায়। একই সঙ্গে আমার আমাকে যন্ত্রণা দিচ্ছে আমাদের ফুটবলের বর্তমান পরিস্থিতি। আমাদের গোটা ইকোসিস্টেম অনিশ্চয়তায়। সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে। অথচ এখনও ভারতীয় ফুটবলে বিনিয়োগ করার আগ্রহ কারও নেই।"
ভারতীয় ফুটবলের সবচেয়ে জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরে ভারতের অন্যতম সিনিয়র ডিফেন্ডার বলছেন, 'আমাদের দেশে ফুটবলের জন্য ভালোবাসা আছে। হয়তো নিজেদের ফুটবলারদের প্রতি সমর্থনটা নেই।' সন্দেশ মেনে নিয়েছেন, এর জন্য অনেকাংশে দায়ী ব্যর্থতা। সেটা মেনেও নিয়েছেন। কিন্তু একই সঙ্গে তাঁর প্রশ্ন, এই ব্যর্থতা কী শুধু ফুটবলারদের? খেলার উন্নতির জন্য যে স্থায়িত্ব, পরিকাঠামো, সুযোগ-সুবিধা দরকার সেটা কী তাঁরা পাচ্ছেন? ভারতীয় দলের ডিফেন্ডারের বিশ্বাস, ভারতীয় ফুটবলের সুদিন আবার ফিরতে পারে, কিন্তু সেজন্য প্রয়োজন মাঠের বাইরের সদিচ্ছা এবং সহযোগিতা।
মেসির সফর নিয়ে তাঁর বক্তব্য, 'অনেকেই হয়তো জীবনের সেরা সুযোগ পেয়েছেন। অমূল্য অভিজ্ঞতা অর্জন করেছেন। আমি শুধু আশা করব, এরপর যেন শুধু ফুটবলকে ভালোবাসার মধ্যে আলোচনাটা সীমাবদ্ধ না থাকে, সেটাকে বাঁচিয়ে রাখা নিয়েও আলোচনা হয়।'
