shono
Advertisement
Murshidabad

অধরা সেনাবাহিনীতে চাকরির স্বপ্ন! দৌড়ের প্রশিক্ষণের সময় লরি পিষে দিল যুবককে

তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Tiyasha SarkarPosted: 10:22 AM Dec 24, 2025Updated: 02:01 PM Dec 24, 2025

শাহাজাদ হোসেন, ফরাক্কা: সেনাবাহিনীতে চাকরি ছিল স্বপ্ন। সেই মতো প্রস্তুতি নিচ্ছিলেন রাহুল সিংহ। দৌড়ের প্রশিক্ষণের সময় মর্মান্তিক পরিণতি যুবকের। লরির পিষে দিল তাঁকে। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও এক যুবক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) সুতি থানার অন্তর্গত মুরালিপুকুরে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাহুল সিংহ(২২)। তাঁর বাড়ি সুতি থানার মহেশাইলে। জখম যুবকের নাম সুমন দাস। স্থানীয় সূত্রে জানাগিয়েছে, বুধবার ভোরের দিকে রাহুল ও তাঁর বন্ধু সুমন দাস আর্মি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে শারীরিক সক্ষমতা বাড়াতে জাতীয় সড়কের পাশে দৌড়াচ্ছিলেন। সেই সময় হঠাৎ করেই ফরাক্কার দিক থেকে আসা লরি এসে তাঁদের ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর জখম হন দুই যুবক। প্রত্যক্ষদর্শীদের দাবি, লরির ধাক্কার অভিঘাতে রাহুল সিংহ রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকরা রাহুল সিংহকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গুরুতর আহত সুমন। প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাহুল সিংহের অকালমৃত্যুতে তাঁর পরিবার ভেঙে পড়েছে। পরিবারের সদস্যদের দাবি, ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখছিলেন রাহুল। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাতে হল। কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং লরিটি অতিরিক্ত গতিতে ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সেনাবাহিনীতে চাকরি ছিল স্বপ্ন। সেই মতো প্রস্তুতি নিচ্ছিলেন রাহুল সিংহ। দৌড়ের প্রশিক্ষণের সময় মর্মান্তিক পরিণতি যুবকের।
  • লরির পিষে দিল তাঁকে। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও এক যুবক।
  • বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত মুরালিপুকুরে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
Advertisement