নিরুফা খাতুন: রাত পোহালেই বড়দিন। ক্রিসমাস ইভ উপলক্ষ্যে আলোয় সেজে উঠছে বিভিন্ন এলাকা। ছুটির মেজাজ কার্যত শুরু হয়ে গিয়েছে। সেই আবহে আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। জমিয়ে ঠান্ডা পড়বে বড়দিনে। আজ, বুধবার থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামবে। উত্তরবঙ্গেও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ নামবে বলে খবর। আগামী কয়েক দিন বাংলায় শীতের কামড় দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
শীতের আমেজ পুরোপুরি অনুভব করা যাবে বর্ষশেষে। বড়দিনে স্বাভাবিকের নিচে নামবে তাপমাত্রার পারদ। কলকাতাতেও শীতের আমেজ অনেকটাই পাওয়া যাবে বলে খবর। আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬১ থেকে ৮৯ শতাংশ। আগামী দিনে তাপমাত্রা আরও কমবে বলে খবর। আগামী কাল ২৫ ডিসেম্বর থেকে মহানগরে তাপমাত্রার পারদ আরও নামবে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমবে বলে খবর।
পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা নামতে শুরু করেছে। ইতিমধ্যেই ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পশ্চিমের জেলার তাপমাত্রা রয়েছে। আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উত্তরবঙ্গে তাপমাত্রার পারদও নামবে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। মালদহ ও আশপাশের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
পর্যটনের মরশুমে রাজ্যজুড়েই জাঁকিয়ে শীত অনুভব হবে। কুয়াশার প্রভাবও বাড়বে। ভোরের দিকে ভারী কুয়াশার চাদরে মুড়ে থাকবে কলকাতা-সহ একাধিক জেলা। উত্তরবঙ্গেও ভারী কুয়াশার কথা জানিয়েছে হাওয়া অফিস। বেলা বড়তে কুয়াশার প্রভাব কাটবে ধীরে ধীরে। দিনভর মেঘমুক্ত আকাশ থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে।
