shono
Advertisement
Bula Choudhury

গোটা বাড়ি তছনছ, ভাঙচুর, পদ্মশ্রী বুলা চৌধুরীর হিন্দমোটরের ফাঁকা বাড়িতে ফের চুরি!

গত ১৫ আগস্ট তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল।
Published By: Kousik SinhaPosted: 08:05 PM Jan 03, 2026Updated: 08:05 PM Jan 03, 2026

সুমন করাতি, হুগলি: ফের চুরির ঘটনা পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে। গত ১৫ আগস্ট তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটে। খোয়া যায় একাধিক মডেল ও স্মারক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চুরির ঘটনা সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে। হিন্দমোটরের দেবাইপুকুর রোডে তাঁর আদি বাড়িতেই ফের এই ঘটনা ঘটেছে। তবে এবার কি চুরি হয়েছে তা এখনও জানা যায়নি। তবে বুলা চৌধুরী জানান, ''বাড়িতে ছিলাম না। এসে দেখি আবার সেই ভাঙচুর। পুরো তছনছ করে দিয়ে গিয়েছে।'' বারবার এই ঘটনায় কার্যত হতাশ পদ্মশ্রী। পুলিশের নিরাপত্তার মধ্যেই কীভাবে এই ঘটনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

Advertisement

হিন্দমোটরের দেবাইপুকুর রোডে তাঁর আদি বাড়ি। বর্তমানে সপরিবারে বুলা চৌধুরী কলকাতার কসবার থাকেন। তাই তাঁর আদি বাড়ি ফাঁকাই থাকে। মাঝেমধ্যে উত্তরপাড়ার এই বাড়িটি দেখাশোনা করেন বুলার ভাই মিলন চৌধুরী। তিনি কিছুটা দূরে থাকেন। এর আগে একাধিকবার সেই বাড়িতে চুরির ঘটনা ঘটে। তবে গত ১৫ আগস্ট ভয়াবহ চুরির ঘটনা ঘটে। বাড়ির দরজা ভেঙে একাধিক মেডেল, স্মারক নিয়ে চম্পট দেয় চোর! ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। তদন্তে নেমে সিআইডি। ঘটনার কার্যত ৪৮ ঘণ্টার মধ্যেই চুরির কিনারা করে ফেলেন তদন্তকারীরা।

উদ্ধার হয় ২৯৫টিরও বেশি মেডেল। গ্রেপ্তার করা হয় দুজনকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চুরির অভিযোগ পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে। তাও আবার কিনা দেবাইপুকুর রোডের বাড়িতেই। বুলা জানান, ''ভাইয়ের বাড়িতে পুজোয় গিয়েছিমলাম। সেখান থেকে কম্বল-সহ বেশ কিছু জিনিস নিতে এসেছিলাম। গিয়ে দেখলাম উপর থেকে নিচ সবকিছু ভাঙচুর অবস্থায় রয়েছে। সমস্ত ঘর তছনছ অবস্থায় রয়েছে।'' তাঁর কথায়, জানলার গ্রিল ভাঙা অবস্থায় ছিল। সেখান থেকেই চোর ঢুকছে বলেও মন্তব্য করেন পদ্মশ্রী। তবে যেভাবে বারবার চুরির ঘটনা ঘটছে তাতে হতাশ তিনি। বলেন, ''বাড়ির অবস্থা দেখে নিজেরই খারাপ লাগছে। ঘরে ঢুকতে পারছি না। গতবারের চুরির ঘটনার পর থেকে কিছু নেই।'' তা বারবার সারানো রীতিমতো আর্থিক চ্যালেঞ্জ বলেও এদিন জানান বুলা চৌধুরী। জানা গিয়েছে, ইতিমধ্যে ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের চুরির ঘটনা পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে।
  • গত ১৫ আগস্ট তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটে।
  • সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চুরির ঘটনা সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে।
Advertisement