shono
Advertisement
Tiger

সাতসকালে নদী পেরিয়ে লোকালয়ে দক্ষিণরায়! বাঘের আতঙ্কে কাঁটা মৈপীঠবাসী

খবর পেয়েই পদক্ষেপ করেছে বনদপ্তর।
Published By: Tiyasha SarkarPosted: 09:13 AM Jun 03, 2025Updated: 09:13 AM Jun 03, 2025

দেবব্রত মণ্ডল, বারুইপুর: কয়েক মাসের ব্যবধানে নতুন করে মৈপীঠে বাঘের আতঙ্ক। সাতসকালে মাকরি নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে হাজির হয়েছে দক্ষিণরায়। স্থানীয়দের নজরে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বনদপ্তরে।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে শৌচালয় যাওয়ার জন্য ঘর থেকে বের হন মৈপীঠের নগেদাবাদের এক বাসিন্দা। তাঁরই নজরে পড়ে হলুদ ডোরাকাটা। সূত্রের খবর, আজমলমারির জঙ্গল থেকে বেরিয়ে মাকরি নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে হাজির হয়েছে দক্ষিণরায়। এই ঘটনা জানাজানি হতেই স্বাভাবিকভাবেই নতুন করে আতঙ্ক গ্রাস করেছে মৈপীঠবাসীদের। খবর পেয়েই পদক্ষেপ করেছে বনদপ্তর। দক্ষিণরায়কে ঘন জঙ্গলে ফেরাতে খাঁচা পাতার প্রক্রিয়াও শুরু হয়েছে বলেই খবর। বাঘবন্দি না হওয়া পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া গ্রামবাসীদের বাড়িতে থেকে বেরনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

প্রসঙ্গত, কুলতলি, মৈপীঠ সংলগ্ন এলাকায় বাঘের আনাগোনা নতুন নয়। মাস দুয়েক আগেও মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল পেরিয়ে বাঘকে দেউলবাড়ি গ্রামের ধান খেতে ঢুকতে দেখেছিলেন মৎস্যজীবীরা। গ্রামবাসীরাই রাত জেগে পাহারার ব্যবস্থা করেন। বনদপ্তরের দীর্ঘ চেষ্টার পর সেবার দক্ষিণরায় ফিরেছিল নিজের ডেরায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কয়েক মাসের ব্যবধানে নতুন করে মৈপীঠে বাঘের আতঙ্ক।
  • সাতলকালে মাকরি নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে হাজির হয়েছে দক্ষিণরায়।
  • স্থানীয়দের নজরে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বনদপ্তরে।
Advertisement