shono
Advertisement
Alipurduar

ভুয়ো আইপিএস পরিচয়ে টাকা আত্মসাতের ছক! আলিপুরদুয়ারে গ্রেপ্তার অভিযুক্ত

ট্রান্সপোর্ট বাজার এলাকা থেকে অভিযুক্ত ভুয়ো আইপিএস অফিসারকে গ্রেপ্তার করে পুলিশ।
Published By: Anustup Roy BarmanPosted: 01:24 PM Nov 21, 2025Updated: 03:25 PM Nov 21, 2025

রাজ কুমার, আলিপুরদুয়ার: ফের ভুয়ো আইপিএস অফিসার গ্রেপ্তার। আইপিএস অফিসার সেজে প্রতারণার ছক আলিপুরদুয়ারে (Alipurduar)। পুলিশের জলে গ্রেপ্তার বিধাননগরের অভিযুক্ত। ওই ব্যক্তির নাম বিশ্বজিৎ বিশ্বাস। 

গোপন সূত্রে খবর পেয়ে শহরের ট্রান্সপোর্ট বাজার এলাকা থেকে অভিযুক্ত ভুয়ো আইপিএস অফিসারকে গ্রেপ্তার করে আলিপুরদুয়ার থানার পুলিশ। অভিযুক্তকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাবে পুলিশ।

Advertisement

দু'দিন আগে আলিপুরদুয়ার (Alipurduar) শহরে আসেন ওই ব্যক্তি। একটি নামী হোটেলে নিজের পরিচয় দেন দেবব্রত চক্রবর্তী নামে। নিজেকে সল্টলেকের সেক্টর ১-এর বাসিন্দা বলে দাবি করে সেখানে থাকতে শুরু করেন ধৃত ব্যক্তি। পরিচয়পত্র হিসেবে নিজের ভুয়ো আধার ও ভোটার কার্ড হোটেলে জমা করেন তিনি। নিজেকে আইপিএস অফিসার এবং ডিরেক্টর অফ সেন্ট্রাল আইবি হিসেবে পরিচয় দেন।

আলিপুরদুয়ারে পৌঁছানোর পর থেকেই এলাকার একাধিক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ শুরু করেন তিনি। এর মাধ্যমে নিজেকে সকলের চোখে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে থাকেন ওই ব্যক্তি। যদিও সেই সময় তাঁর আসল পরিচয় জানতে পারেনি কেউ। তবে তাঁর কথায় অসংগতি লক্ষ্য করেন বেশ কয়েকজন ব্যবসায়ী। সেই খবর পৌঁছে যায় আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম বিভাগের কাছে।

এরপরেই ভুয়ো সেই আইপিএস অফিসারের খোঁজ খবর নিতে শুরু করে পুলিশ। তল্লাশিতে তাঁর কাছ থেকে একাধিক ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড এবং ভুয়ো আইপিএস অফিসারের পরিচয়পত্র পেয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, নিজেকে গোয়েন্দা বিভাগের আইপিএস অফিসার পরিচয় দিয়ে একাধিক ব্যক্তিকে প্রতারণার ছক কষেছিল অভিযুক্ত। এমনকী এলাকার একাধিক ব্যবসায়ীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায়ের পরিকল্পনা ছিল এই ভুয়ো আইপিএস অফিসারের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভুয়ো আইপিএস অফিসার গ্রেপ্তার।
  • প্রতারণার ছক আলিপুরদুয়ারে।
  • পুলিশের জলে গ্রেফতার বিধাননগরের অভিযুক্ত।
Advertisement