সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরসিবি, রাজস্থান রয়্যালসের পর এবার কেকেআর। আইপিএলের নয়া মরশুমের আগেই হাতবদল হয়ে যেতে পারে নাইটদের মালিকানার একটা বড় অংশের। শোনা যাচ্ছে, নিজেদের শেয়ার বেচে মূলধন তুলতে চায় কেকেআরের সহ-মালিক 'মেহেতা গ্রুপ।' এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, নাইটদের মালিকানা বেচার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন জুহি চাওলারা।
কেকেআরের মালিকানা এই মুহূর্তে মূলত রয়েছে শাহরুখ খানের রেড চিলিজ এবং জুহি চাওলা-জয় মেহেতার মেহেতা গ্রুপের হাতে। এর মধ্যে ৫৫ শতাংশ শেয়ার নিয়ে দলের মূল মালিকানা রয়েছে কিং খানের সংস্থার হাতে। তাঁদের হাতে ৫৫ শতাংশ শেয়ার রয়েছে দলের। জুহি চাওলা-জয় মেহতার হাতে রয়েছে ৫৫ শতাংশ শেয়ার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, মেহেতা গ্রুপ নিজেদের শেয়ারের কিছু অংশ বিক্রি করতে চাইছে।
আসলে যে সময় ওই দুই সংস্থা যৌথভাবে নাইটদের মালিকানা পায়, সেসময়ের তুলনায় নাইটদের বর্তমান বাজারমূল্য অনেক বেশি। তাই মেহেতা গ্রুপ মূলধন বাড়াতে নিজেদের শেয়ারের কিছু অংশ বিক্রি করতে চায়। সেই টাকা আবার নাইটদের ফ্র্যাঞ্চাইজিতেই বিনিয়োগ হবে ভিনদেশের লিগে দল কেনার ক্ষেত্রে। ওই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য নমুরা ইনভেস্টমেন্ট ব্যাঙ্ককে মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগও করতে চলেছে মেহেতা গ্রুপ। সব ঠিক থাকলে দ্রুতই হয়তো নতুন মালিক পেতে চলেছে নাইটরা। তবে জুহি-মেহেতারা পুরো মালিকানা বেচতে চাইছেন নাকি আংশিক সেটা স্পষ্ট নয়। আংশিকভাবে মালিকানা বিক্রির অর্থ তাঁরাও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকবেন, সঙ্গে আসবেন নতুন মালিক। তবে ফ্র্যাঞ্চাইজির মূল মালিকানা থাকছে শাহরুখের হাতেই। কারণ কোনও পরিস্থিতিতেই তিনি শেয়ার বিক্রি করছেন না।
আইপিএলের অন্যতম সফল দল নাইটরা। তিনবারের চ্যাম্পিয়ন, চারবারের ফাইনালিস্ট। তাছাড়া শাহরুখ খান এবং কলকাতার নাম যুক্ত থাকার জন্য আলাদা ব্র্যান্ড ভ্যালু আছে কেকেআরের। সেটাকেই এবার মূলধনে পরিণত করতে চাইছে মেহেতা গ্রুপ। অন্তত এমনটাই সূত্রের খবর।
