অর্ণব আইচ: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পুলিশি হেফাজতে আরও এক। নতুন বছরের প্রথম দিনেই নদিয়ার মদনপুর থেকে একজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। আজ, বুধবারই তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে। ধৃতের বাড়ি থেকে প্রচুর নথিও উদ্ধার হয়েছে বলে খবর।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ধীরেন ঘোষ। বয়স ৪৮ বছর। নদিয়ার চাকদহ থানা এলাকায় মদনপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। ইতিপূর্বে পাসপোর্ট কাণ্ডের চাঁই মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তাঁকে জেরা করেই ধীরেনের খোঁজ মেলে। গোপন সূত্রে খোঁজখবর করে পয়লা জানুয়ারি নদিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তল্লাশির পর ধীরেনকে গ্রেপ্তার করা হয়। এদিনই কলকাতায় নিয়ে আসা হয় তাকে। আদালতে তোলা হবে তাকে।
প্রসঙ্গত, বেহালায় ট্রাভেল এজেন্সির আড়ালে জাল পাসপোর্ট তৈরির পাশাপাশি মোটা টাকার বিনিময়ে চলত নকল আধার তৈরির কারবারও! এবার সেই কারবারের মাথাকে চাঁদপাড়া থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পাসপোর্ট কাণ্ডে সেটা সপ্তম গ্রেপ্তারি। ধৃতকে জেরা করেই নদিয়ার ধীরেনের খোঁজ মেলে। এটা অষ্টম গ্রেপ্তারি। তাকে জেরা করে চক্রের আরও গভীরে পৌঁছনোর চেষ্টা করছেন তদন্তকারীরা।