shono
Advertisement

ফের কিশোরের উপর চিতাবাঘের হানা, আতঙ্ক উত্তরবঙ্গের চা বাগানে

গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কিশোর৷ The post ফের কিশোরের উপর চিতাবাঘের হানা, আতঙ্ক উত্তরবঙ্গের চা বাগানে appeared first on Sangbad Pratidin.
Posted: 06:50 PM Jan 25, 2019Updated: 10:28 PM Jan 25, 2019

রাজকুমার, আলিপুরদুয়ার: জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে ফের এক কিশোরের উপর হামলা চালাল চিতাবাঘ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের তুলসিপাড়া চা বাগানে৷ জখম কিশোরের নাম আকাশ ওরাও, বয়স ১৫৷ গুরুতর জখম অবস্থায় এখনও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে ওই কিশোরের৷

Advertisement

[বাড়ি থেকে উদ্ধার শিক্ষকের ঝুলন্ত দেহ, স্ত্রীর চাপে আত্মহত্যা দাবি পরিবারের ]

চা বাগান কর্মীরা জানিয়েছেন, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে চা বাগান সংলগ্ন রাস্তায় খেলা করছিল আকাশ৷ অতর্কিতেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে তার উপর হামলা করে একটি চিতা বাঘ৷ চিৎকারের আওয়াজ পেয়ে ছুটে যান আশেপাশের বাসিন্দারা৷ দেখেন, ওই কিশোরকে আঁচড়েকামড়ে রক্তাক্ত করেছে চিতা বাঘটি৷ সঙ্গে সঙ্গে জন্তুটিকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকেন তাঁরা৷ ফলে কিশোরটিকে ফেলে পালিয়ে যায় চিতাবাঘ। তাঁরা না এলে চিতা বাঘটি আকাশকে মেরে ফেলত বলে দাবি করেছেন চা বাগানের কর্মীরা৷ ঘটনার পর জখম কিশোরকে প্রথমে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় তুলসিপাড়া চা বাগানে ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে৷ তাঁদের প্রত্যেকের জীবনের ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করছেন চা বাগানের কর্মীরা৷

[একইসঙ্গে পঞ্চকন্যার মা হলেন বধূ, শোরগোল কোচবিহারে]

উল্লেখ্য, কয়েকদিন ধরেই জলদাপাড়া জঙ্গল লাগোয়া চা বাগানগুলিতে একের পর এক শিশু ও কিশোরের উপর হামলা চালাচ্ছে চিতাবাঘ৷ বিগত তিন মাসে চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছে ২ শিশু ও এক কিশোরের। শুক্রবার ফের এক কিশোর উপর হামলা চালাল চিতাবাঘ। ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন৷ বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, “আমরা চিতাবাঘের হামলা রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছি। চা বাগান লাগোয়া এলাকায় শিশু ও কিশোরদের স্কুলে আনা-নেওয়ার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে৷ এছাড়া চা বাগানে কর্মীদের নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টার পাহারাদার মোতায়েন রয়েছে। বন দপ্তরের কর্মীরাও পরিস্থিতি নজরে রাখছে৷’’ জখম কিশোরের চিকিৎসার সমস্ত খরচ বন দপ্তর বহন করবে বলে জানিয়েছেন মন্ত্রী।

The post ফের কিশোরের উপর চিতাবাঘের হানা, আতঙ্ক উত্তরবঙ্গের চা বাগানে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement