shono
Advertisement
Khaleda Zia

খালেদার প্রয়াণে শোকপ্রকাশ মমতার, পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিএনপি নেত্রী।
Published By: Subhankar PatraPosted: 01:30 PM Dec 30, 2025Updated: 02:33 PM Dec 30, 2025

মলয় কুণ্ডু: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওপার বাংলার প্রথম মহিলা প্রধানমন্ত্রীর মৃত্যুতে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেন। খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

Advertisement

মঙ্গলবার সকাল ৬টা নাগাদ (বাংলাদেশের সময় অনুযায়ী) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওপার বাংলার নেত্রী খালেদা জিয়ার। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডালে শোক প্রকাশ করে লেখেন, 'বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তাঁর রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।'

বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা। ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিএনপি চেয়ারপার্সন। কিডনি, লিভার, আর্থ্রাইটিস, চোখের সমস্যা শেষ জীবনে তাঁকে জর্জরিত করে ফেলেছিল। লন্ডনে গিয়ে মাস ছয়েক চিকিৎসা করার পরও শরীর তেমন সুস্থ হয়নি। গত ২৩ নভেম্বর ঢাকার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। দেশি-বিদেশি চিকিৎসকদের দিয়ে তৈরি মেডিক্যাল বোর্ড তাঁকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা করেন। মাঝেমধ্যে চিকিৎসায় সাড়াও দিয়েছেন অশীতিপর নেত্রী। কিন্তু তাঁদের সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়। সোমবার রাতেও মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন খালেদা-পুত্র তারেক। তবে মঙ্গলবার সকালে তাঁর মৃত্যুর খবর দেন চিকিৎসকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  • ওপার বাংলার প্রথম মহিলা প্রধানমন্ত্রীর মৃত্যুতে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেন।
  • খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
Advertisement