সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের এপ্রিল মাসে বাংলায় ভোট হবে, 'বঙ্গভূমি'তে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন অমিত শাহ (Amit Shah)। পাশাপাশি জানিয়ে দিলেন, কোন অঙ্কে ছাব্বিশের ভোটে বিপুল সংখ্যক আসনে জয় পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি। প্রতিপক্ষ তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে শাহ বলেন, "পশ্চিমবঙ্গে ৩ থেকে ৭৭ হয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের মানুষ সুশাসন আনতে বদ্ধপরিকর।" যদিও নির্বাচন কমিশনের আগেই একজন রাজনৈতিক দলের নেতা হয়ে কীভাবে অমিত শাহ বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা করেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।
২০১৪ থেকে ২০২৪ সালে বাংলায় বিজেপির রাজনৈতিক যাত্রাপথ তুলে ধরেন অমিত শাহ (Amit Shah)। তিনি জানান, ২০১৪-র ভোটে ১৭ শতাংশ ভোট, ২ টি আসন পায় বিজেপি। ২০২৬ বিধানসভায় ১০ শতাংশ, ৩ আসন। ২০১৯ লোকসভায় তা বেড়ে হয় ৪১ শতাংশ, ১৮ আসন। ২০২১-এর বিধানসভা ৩৮ শতাংশ এবং ৭৭টি আসন । ২০২৪ সালে ৩৯ শতাংশ ভোট এবং ১২ আসন। শাহের দাবি, ২০২৬ সালে দুই-তৃতীয়াংশ আসনে জিতে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি।
এদিন বাংলায় অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “বাংলার সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে, তা শুধু বাংলার বিষয় নয়। পুরো দেশের নিরাপত্তার বিষয়। এমন মজবুত সরকার এখানে আনুন, যারা এখানে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করে দেবে। শুধু মানুষ না একটি পাখিও যেন বাংলায় ঢুকতে না পারে।" মঙ্গলবার ভাষণের শুরুতেই বাঙালি আবেগ উসকে দেন শাহ। বলেন, “আজকের দিনে ১৯৪৩ সালে নেতাজি সুভাষ চন্দ্র বসু পোর্ট ব্লেয়ারে প্রথম বার স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। এটি খুব তাৎপর্যপূর্ণ দিন।”
রাজ্য সরকারকে নিশানা করে 'সিন্ডিকেট' নিয়ে খোঁচা দেন অমিত শাহ। দাবি করেন, ২০২৬ সালের ১৫ এপ্রিল বিজেপি সরকার গঠন করার পরে বঙ্গ গৌরব, বঙ্গ সংস্কৃতির পুনর্জাগরণ ঘটবে। শাহের কথায়, "স্বামী বিবেকানন্দ, বঙ্কিমবাবু, গুরুদেব এবং শ্যামাপ্রসাদের স্বপ্নের বাংলা বানাব।” এদিকে বঙ্গ সফরে এসে অমিত শাহ ছাব্বিশের ভোটে জয়ের দাবি করলেও কটাক্ষ করছে তৃণমূল। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রতিক্রিয়া, "দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আরও একটা ব্যর্থ হতে চলা বঙ্গসফর।"
