সঞ্জিত ঘোষ, নদিয়া: অশান্ত বাংলাদেশ থেকে ক্রমেই বাড়ছে অনুপ্রবেশ। তাই সীমান্তে কড়া হচ্ছে নজরদারিও। চলছে বিশেষ অভিযানও। এমন পরিস্থিতিতে কাঁটাতার পেরিয়ে এপারে ঢোকার পর নদিয়া থেকে গ্রেপ্তার ১০ অনুপ্রবেশকারী। সঙ্গে ৫ দালালকেও গ্রেপ্তার করা হয়েছে।
জানা গিয়েছে, ১০ জন বাংলাদেশি ও ৫ জন দালালকে গ্রেপ্তার করেছে রানাঘাট পুলিশ জেলার হাঁসখালি এবং ধানতলা থানার পুলিশ। গতকাল রাতে যৌথভাবে বিশেষ অভিযান চালায় তারা। মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে তাদের চারটি মামলায় আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে ভারতীয় দালালদের পুলিশ রিমান্ডে নেওয়া হচ্ছে বলে সূত্রে খবর। রানাঘাট পুলিশ জেলার ডিএসপি (বর্ডার) সোমনাথ ঝাঁ জানান, "সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার খবর পেয়েছিলাম। সেই অনুযায়ী অভিযান চালানো হয়। সেখান থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। ৫ ভারতীয় দালালকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে মানবপাচার চক্রের শিঁকড়ের খোঁজ করা হবে।"
বাংলাদেশে পরিস্থিতি বদল হতেই সীমান্ত পেরিয়ে এ দেশে ঢোকার প্রবণতা বেড়েছে। কেউ রুটিরুজির তাগিদে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে। কেউ আবার জেহাদের জাল বুনতে সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা চালাচ্ছে। সেই চক্রান্ত বানচাল করতেই সীমান্তে কড়া নজরদারি চলছে। তারই ফলস্বরূপ ১৫ জনকে গ্রেপ্তার করল জেলা পুলিশ।