ধনরাজ তামাং, দার্জিলিং: ভরা পর্যটনের মরশুম। ভিড় দার্জিলিংয়ের মিরিকের রাস্তায়। শৈল শহরের সেই রাস্তায় পানিঘাটার ব্রিজে হঠাৎ হাজির একটি বুনো হাতি। পাহাড় থেকে নেমে রীতিমতো দৌড় দেয় দাঁতালটি। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন পর্যটক থেকে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদপ্তরের কর্মীরা।
ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড়ের উপর থেকে দাঁতালটি নেমে এসে রাস্তায় দৌড়তে শুরু করে। সেই সময় রাস্তায় বাইক, চারচাকা গাড়ির ভিড়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। গাড়ি ঘুরিয়ে উলটে দিকে চলে যান তাঁরা। বন্য হাতির আকস্মিক উপস্থিতি এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
মনে করা হচ্ছে, দলছুট হয়ে বা খাবারের সন্ধানে হাতিটি নিচের দিকে নেমে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বনদপ্তরের কর্মী ও প্রশাসনের আধিকারিকরা। তাঁরা হাতিটিকে ফেরত পাঠিয়েছেন। তবে পাহাড়ে পর্যটনের সময় হওয়ায় প্রচুর মানুষের ভিড় রয়েছে। অনেকে পিকনিক করতেও পৌঁছেছেন শৈল শহরে। এই সময়ে হাতি বেরিয়ে আসায় তাঁদের নিরাপত্তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সর্তক করা হয়েছে। হাতিটির উপর নজর রাখা হচ্ছে বলে খবর।