shono
Advertisement
BSF

জলপাইগুড়িতে বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি গরু পাচারকারীর

হামলায় এক বিএসএফ জওয়ান আহত।
Published By: Sayani SenPosted: 05:27 PM Dec 06, 2024Updated: 05:27 PM Dec 06, 2024

শান্তনু কর, জলপাইগুড়ি: বিএসএফের গুলিতে মারা গেল বাংলাদেশি এক গরু পাচারকারী। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জলপাইগুড়ির বেরুবাড়ি গ্রামে এই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। মৃত ওই ব্যক্তির নাম মহম্মদ আনোয়ার (৩৫)। তিনি বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে ওই সীমান্ত এলাকা দিয়ে গরু পাচার হচ্ছিল। বাংলাদেশি গরু পাচারকারীরা সীমান্ত পেরিয়ে এদেশে আসে। তারা সংখ্যায় জনা ২০ ছিল। এপার থেকে ১৫-২০ টি গরু নিয়ে সীমান্ত দিয়ে পাচার করা হচ্ছিল। উত্তরবঙ্গে রাতের দিকে ঘন কুয়াশা থাকছে। সেই কুয়াশাকে কাজে লাগিয়েই পাচারের কাজ চলছিল বলে অনুমান। এদিকে সীমান্ত পাহারার কাজ চালাচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। তাঁদের চোখে সেই ঘটনা ধরা পড়ে। পাচারকারীদের ধাওয়া করেন জওয়ানরা।

জওয়ানদের সঙ্গে গরু পাচারকারীদের সংঘর্ষ হয়। ধারালো অস্ত্র দিয়ে জওয়ানদের হামলা করা হয়। হামলায় এক বিএসএফ জওয়ান আহত হন। এর পরই গুলি চালায় বিএসএফ। গুলি লাগে মহম্মদ আনোয়ার নামে এক পাচারকারীর। সেই অবস্থায় ওই ব্যক্তি সীমান্ত পেরিয়েছিল। সীমান্ত লাগোয়া বাংলাদেশের ঝুলিপাড়া এলাকায় গিয়ে তিনি মারা যান। জখম বিএসএফ জওয়ানকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে থমথমে এলাকা। সীমান্তে নজরদারি আরও বাড়িয়েছে বিএসএফ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিএসএফের গুলিতে মারা গেল বাংলাদেশি এক গরুপাচারকারী।
  • জলপাইগুড়ির বেরুবাড়ি গ্রামে এই ঘটনা ঘটেছে।
  • বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে।
Advertisement