shono
Advertisement
Bangladeshi Infiltrator

দালালের সাহায্যে সীমান্ত পার! টালিগঞ্জের পর হুগলির ভাড়াবাড়িতে আস্তানা, গ্রেপ্তার বাংলাদেশি যুবক

ওই যুবকের আসল বাড়ি বাংলাদেশের বরিশালে।
Published By: Suhrid DasPosted: 06:07 PM Dec 21, 2025Updated: 06:29 PM Dec 21, 2025

সুমন করাতি, হুগলি: হিংসায় অস্থিরতা বাড়ছে বাংলাদেশে। ভারতে যাতে কোনওভাবে অনুপ্রবেশ না হয়, সেজন্য সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সেই আবহে হুগলিতে গ্রেপ্তার হল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী (Bangladeshi Infiltrator) যুবক। ধৃতের কাছ থেকে কোনও পাসপোর্ট, ভিসা পাওয়া যায়নি। ধৃত ওই যুবকের নাম রিয়াদ হাসান। তিন বছর আগে ওই যুবক বাংলাদেশ থেকে এপারে অনুপ্রবেশ করেছিলেন বলে অভিযোগ।

Advertisement

হুগলির পাণ্ডুয়া থানার পুলিশ শনিবার রাতে ওই যুবককে গ্রেপ্তার করে। স্থানীয়দের তাঁকে দেখে আগেই সন্দেহ হয়েছিল। সেই হিসেবেই পুলিশে অভিযোগ জানানো হয়েছিল। তারপরই ওই যুবককে পাকড়াও করা হল। জানা গিয়েছে, বছর তিনেক আগে দালালের মারফত ওই যুবক সীমান্ত পার হয়ে এদেশে এসেছিলেন। প্রথমে কলকাতার টালিগঞ্জ এলাকায় প্রথমে তিনি থাকতে শুরু করেছিলেন। এরপর সেখান থেকে পাততাড়ি গুটিয়ে পাণ্ডুয়া এলাকায় এসে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন।

এলাকার লোকজনদের তাঁকে দেখে সন্দেহ হয়েছিল। কিন্তু তেমনভাবে কেউ কিছু প্রকাশ্যে বলেননি। বাংলাদেশের হিংসা, অস্থিরতা, অনুপ্রবেশ, ও বাংলায় এসআইআর আবহে ফের ওই যুবককে নিয়ে চর্চা শুরু হয়। এলাকার বাসিন্দারা পাণ্ডুয়া থানায় ওই যুবকের বিষয়ে অভিযোগ করেন। সেই হিসেবে পুলিশ গতকাল রাতে ওই এলাকায় হানা দেয়। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। এদেশের নাগরিক হিসেবে পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। কিন্তু কিছুই তিনি দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বাংলাদেশি। বাংলাদেশ থেকে এদেশে আসার বৈধ ভিসা, পাসপোর্ট দেখতে চাওয়া হয়। সেসবও তিনি দেখাতে পারেননি।

এরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে তাঁর আসল বাড়ি বাংলাদেশের বরিশালে। দালালের মাধ্যমে তিনি সীমান্ত পেরিয়ে বাংলায় আসেন বলে খবর। আজ, রবিবার ধৃতকে আদালতে তোলা হয়। কী কারণে এদেশে থাকতে শুরু করেছিলেন তিনি? সেই বিষয়ে তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হিংসায় অস্থিরতা বাড়ছে বাংলাদেশে।
  • ভারতে যাতে কোনওভাবে অনুপ্রবেশ না হয়, সেজন্য সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
  • সেই আবহে হুগলিতে গ্রেপ্তার হল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবক।
Advertisement