shono
Advertisement

স্কুলেই ছাত্রীর ‘যৌন নির্যাতন’, অভিযুক্ত শিক্ষককে বেধড়ক মার অভিভাবকদের

অভিভাবকদের বিক্ষোভ থামাতে নামাতে হয় ব়্যাফ। The post স্কুলেই ছাত্রীর ‘যৌন নির্যাতন’, অভিযুক্ত শিক্ষককে বেধড়ক মার অভিভাবকদের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:56 AM Sep 29, 2018Updated: 11:56 AM Sep 29, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও স্কুলেই নার্সারি ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ৷ উত্তপ্ত বারাকপুর গার্লস স্কুল৷ অভিযুক্ত শারীরশিক্ষার শিক্ষক৷ তাঁকে ঘিরে ধরে স্কুলে ব্যাপক বিক্ষোভ দেখায় অভিভাবকরা৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী ও ব়্যাফ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়৷

Advertisement

[রেলের গাফিলতিতেই প্রাণহানি! ওভারব্রিজ কাণ্ডে ক্ষোভে ফুঁসছে বারুইপুর]

বারাকপুর স্কুলে নার্সারি বিভাগের ক্লাস হয় সকালে৷ প্রতিদিনের মতো শুক্রবারও স্কুলে যায় ওই শিশুটি৷ স্কুল থেকে ছাত্রীকে তাঁর মা আনতে যান৷ ছুটি হয়ে গেলেও, বেশ কিছুটা পরে স্কুল থেকে বেরোয় সে৷ বাড়ি ফিরে গেলেও, দিনভর বেশ চুপচাপ ছিল শিশুটি৷ অস্বাভাবিক আচরণে সন্দেহ হয় ছাত্রীর মায়ের৷ স্কুলের কথা জানতে চাইলে কান্নায় ভেঙে পড়ে বছর চারেকের ওই শিশু৷ স্কুলে যাবে না বলেও জানায় সে৷ এরপরই সে মাকে জানায়, স্কুলের শারীরশিক্ষার শিক্ষক তাকে যৌন হেনস্তা করেছে৷

[ফের সেতু দুর্ঘটনা, বারুইপুরে রেল ওভারব্রিজের চাঙড় ভেঙে মৃত্যু মহিলার]

মেয়ের কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন ওই অভিভাবক৷ অন্যান্য অভিভাবকদেরও শিক্ষক সুজয় ধাড়ার ‘কুকীর্তি’-র কথা জানান শিশুর বাবা-মা৷ উত্তেজিত হয়ে পড়েন সকলেই৷ অভিভাবদের অভিযোগ, এই প্রথম নয়, এর আগে একাধিক ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ করেছে শারীরশিক্ষার ওই শিক্ষক৷ অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে প্রথমে স্কুলের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা৷ এরপর স্কুলের ভিতরে ঢুকে পড়েন উত্তেজিত অভিভাবকরা৷ অভিযুক্ত শিক্ষককে মারধরও করেন তাঁরা৷ ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাকপুর কমিশনারেটের বিশাল পুলিশবাহিনী৷ পুলিশ কমিশনার-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছায়৷ ব়্যাফও নামানো হয়৷ উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ৷ এখনও স্কুল চত্বরে বিশাল পুলিশবাহিনী ও ব়্যাফ মোতায়েন করা হয়েছে৷

[টিফিনের খরচ বাঁচিয়ে ব্রেন টিউমারে আক্রান্ত রোশনীর পাশে পড়ুয়ারা]

বিক্ষোভের জেরে শনিবার দিনভর স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যদিও ছাত্রীর যৌন হেনস্তায় ঘটনায় মুখ খুলতে নারাজ স্কুল কর্তৃপক্ষ৷ অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ৷

The post স্কুলেই ছাত্রীর ‘যৌন নির্যাতন’, অভিযুক্ত শিক্ষককে বেধড়ক মার অভিভাবকদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement