shono
Advertisement
Bengal SIR

ফলতায় মৃত ভোটার নিয়ে বিজেপির দাবি ওড়ালেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক

তথ্য আপলোডের ক্ষেত্রে সার্ভার সমস্যায় পড়তে হচ্ছে, মানলেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক
Published By: Kousik SinhaPosted: 07:35 PM Nov 30, 2025Updated: 07:35 PM Nov 30, 2025

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মৃত ভোটার ইস্যুতে বিজেপির দাবি ওড়াল নির্বাচন কমিশন। এই সংক্রান্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি বলেই মন্তব্য কমিশনের বিশেষ পর্যবেক্ষক দলের। এমনকী আপাতত কারও তেমন কোনও সমস্যা নেই বলেও পর্যবেক্ষণ। বিজেপির অভিযোগ ছিল, দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভায় এসআইআর প্রক্রিয়ায় মৃত ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে না। নাম যাতে বাতিল করা না হয় তার জন্য শাসকদলের পক্ষ থেকে বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ ওঠে।

Advertisement

নির্বাচন কমিশনে এহেন অভিযোগ পাওয়া মাত্রই রবিবার ফলতায় আসে কমিশনের বিশেষ পর্যবেক্ষক দল। সঙ্গে ছিলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং দক্ষিণ ২৪ পরগনার পর্যবেক্ষক সি মুরুগান। এসআইআরের কাজ কেমন চলছে, এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশন কতদূর এগিয়েছে, মৃত ভোটারদের নাম বাতিল প্রক্রিয়া কতটা হয়েছে, এইসব বিষয় নিয়ে বিস্তারিতভাবে তাঁরা বৈঠকে আলোচনা করেন। বৈঠকে উপস্থিত সকলের কাছে মতামতও নেন তিনি। বৈঠক শেষে মৃত ভোটার নিয়ে বিজেপির অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেন কমিশন নিযুক্ত দুই পর্যবেক্ষক।

ফলতা বিডিও অফিসে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি বিএলওরাও উপস্থিত ছিলেন। বৈঠকে ছিলেন ডায়মন্ড হারবারের মহাকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত এবং ফলতার বিডিও শানু বক্সি। এদিন ওই প্রতিনিধি দল বৈঠকে বিডিও, এসডিও এবং বিএলওদের কাছে এসআইআরের কাজ ঠিকঠাক হচ্ছে কি না বিস্তারিত খোঁজখবর নেন। বিএলওরা কী কী কাজ এখনও পর্যন্ত করেছেন, কাজ করতে গিয়ে কোনও সমস্যা হয়েছে বা এখনও রয়েছে কি না এবং কতটা কাজ এখনও বাকি আছে তা জানতে চান এবং খতিয়ে দেখেন।

বিএলওরা নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে জানান, ''হার্ডকপি থেকে অনলাইনে তথ্য আপলোড করতে গিয়ে সার্ভার সমস্যায় তাঁদের প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও অনলাইনে ২০০২ এর ভোটার লিস্ট অনুযায়ী অনেকের তথ্য পাওয়া যায়নি এবং এই কাজের জন্য আরও বেশি সময়ের প্রয়োজন ছিল।''

বৈঠক শেষে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কমিশনের বিশেষ পর্যবেক্ষক বলেন, "এসডিও, বিডিও, বি এল ও এবং চারটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে ছিলেন। এসআইআরের কাজ কীভাবে হচ্ছে, কতটা সেই কাজ এগিয়েছে কারও কোনও সমস্যা হচ্ছে কি না এসব তথ্য খতিয়ে দেখা হচ্ছে।'' তাঁদের কথায়, ''কারও কাছ থেকেই তেমন বিশেষ কোনও অভিযোগ আসেনি। কাজ সুষ্ঠুভাবেই হচ্ছে বলে সকলে জানিয়েছেন। কমিশনের নির্দেশ পরিষ্কার। সেই নির্দেশ সব ক্ষেত্রে মানা হয়েছে বা হচ্ছে কিনা সেসবই খতিয়ে দেখতে এসেছি।"

এসআইআরে মৃত ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাতিল করা হচ্ছে না, বিরোধীদের এহেন অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বলেন, "অভিযোগ হতেই পারে। খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর তখন তার উপর আরও পরীক্ষা নিরীক্ষা হবে। সফটওয়্যারের সাহায্য নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার পর শুনানিও হবে।" বিএলওদের মাঝেমাঝেই তথ্য আপলোডের ক্ষেত্রে সার্ভার সমস্যায় পড়তে হচ্ছে সে বিষয়ে ওঁরা জানিয়েছেন। এবিষয়ে দ্রুত সমাধানেরও চেষ্টা চলছে বলে তিনি জানান। এদিন ফলতায় তাঁরা নিরাপদেই এসে পৌঁছেছেন এবং শান্তিপূর্ণভাবে বৈঠকও করেছেন জানিয়ে বিশেষ পর্যবেক্ষক বলেন, কোথাও কোনও সমস্যা হয়নি, আসার পথে কোনও বাধারও সম্মুখীন হতে হয়নি তাঁদের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মৃত ভোটারের নাম বাদ দেওয়া নিয়ে বিজেপির দাবি ওড়াল নির্বাচন কমিশন।
  • এই সংক্রান্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি বলেই মন্তব্য কমিশনের বিশেষ পর্যবেক্ষক দলের।
  • এমনকী আপাতত কারও তেমন কোনও সমস্যা নেই বলেও পর্যবেক্ষণ।
Advertisement