নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: সৌদি আরবে কাজ করতে গিয়ে জ্বরে পড়েছিলেন। কিন্তু বাড়ির লোককে কিছু জানাননি। ছেলের মৃত্যুসংবাদ এসেছে বাড়িতে। প্রশাসনের কাছে দেহ ফিরিয়ে আনার আরজি জানিয়েছেন মৃতের পরিজনেরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টের মুরুটিয়ায়।
[দুটি বাসের রেষারেষি, কোচবিহারে দুর্ঘটনায় জখম ২০]
মৃতের নাম অজয় মণ্ডল। বাড়ি মুরুটিয়া থানার রাখালগাছি গ্রামে। পরিবারের লোকেরা জানিয়েছেন, বছর দুয়েক আগে কাজের সন্ধানে সৌদি আরবে গিয়েছিলেন অজয়। ভিনদেশে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি। কয়েক মাস আগে মুরুটিয়ার বাড়িতে এসেছিলেন। এপ্রিল মাসে ফের আরবে ফিরে যান। অজয় মণ্ডলের স্ত্রী নিপা জানিয়েছেন, শনিবার শেষবার স্বামীর সঙ্গে ফোনে কথা হয়েছিল তাঁর। কিন্তু, তখনও নিজের অসুস্থতা সম্পর্কে কিছু জানাননি অজয়। শুক্রবার সন্ধ্যায় তাঁরা জানতে পারেন, সৌদি আরবে অজানা জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ওই যুবক। মুরুটিয়ার রাখালগাছিতে থাকেন অজয় মণ্ডলের স্ত্রী-মেয়ে ও বৃদ্ধা মা। আচমকাই পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যুতে শোকে দিশেহারা হয়ে গিয়েছেন তাঁরা। প্রশাসনের কাছে মৃতের পরিবারের আরজি, অজয় মণ্ডলের মৃতদেহটি দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।
সৌদি আরবে কাজ করতে গিয়ে এলাকার এক যুবকের মৃত্যুর খবর প্রশাসনের কাছেও পৌঁছেছে। করিমপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ইরাজুল মণ্ডল জানিয়েছেন, অজয় মণ্ডলের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। মৃতদেহ ফিরিয়ে আনতে প্রশাসনের সঙ্গে কথা বলবেন তিনি। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন করিমপুর দুই নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ কুমারও।
[ বন্দুকধারী সঙ্গীর সঙ্গে শাসকদলের যুবনেতা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি]
The post সৌদি আরবে বাঙালি শ্রমিকের মৃত্যু, দেহ ফেরানোর আরজি পরিবারের appeared first on Sangbad Pratidin.
