সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধীদের প্রবল আপত্তি ও হট্টগোলের মধ্যে বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। নিজের বক্তব্যে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করলেন, মোদিজি না থাকলে সংসদও ওয়াকফ সম্পত্তি হয়ে যেত। পাশাপাশি জানালেন, “মুসলমানদের ভালোর জন্য ওয়াকফ সংশোধনী বিল।” যদিও বিরোধীদের দাবি, ওয়াকফ সংশোধনী বিল ‘অসংবিধানিক এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপকারী’। বিল পেশের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। ঠিক কী বলেছেন রিজিজু?
বিরোধী দাবি উড়িয়ে বুধবার মন্ত্রী দাবি করলেন, ওয়াকফ বোর্ডে স্বচ্ছতা আনতেই এই বিল আনা হচ্ছে। বিরোধীদের বিঁধে রিজিজু বলেন, স্বাধীনতার পর ওয়াকফ বিল অসাংবিধানিক মনে না হলে, এখন কেন মনে হচ্ছে! এরপরেই চাঞ্চল্যকর দাবি করেন তিনি। বলেন, “আমরা আজ বিল সংশোধন না করলে যে সংসদে আমরা বসে আছি, তাও ওয়াকফ বোর্ড নিজেদের সম্পত্তি বলে দাবি করত। নরেন্দ্র মোদিজির সরকার না এলে, না জানি কত বিল্ডিং চলে যেত।"
মন্ত্রীর বক্তব্য, "সরকার কোনও ধর্মীয় সংগঠন বা তাদের কাজকর্মে হস্তক্ষেপ করছে না। কোনও মসজিদের সম্পত্তিতেও হস্তক্ষেপ করছি না। ওয়াকফ বোর্ডের সঙ্গে ধর্মের কোনও যোগ নেই, সম্পত্তি সংক্রান্ত বিষয় এটি।" এরপরেই তিনি দাবি করেন যে “মুসলমানদের ভালোর জন্য ওয়াকফ বিল” আনছে মোদি সরকার। যদিও কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী পক্ষের বক্তব্য, মিথ্যে দাবি করছেন রিজিজু। তারা নথি দেখতে চান। যদিও স্পিকার ওম বিড়লা তাঁদের থামিয়ে দিয়ে বলেন, প্রত্যেকে বলার সুযোগ পাবেন।
প্রসঙ্গত, কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সমাজবাদী পার্টি, এনসিপি, বাম দলগুলি ছাড়াও বিরোধী শিবিরের প্রায় সব দল সম্মিলিতভাবে এই বিলের বিরোধিতা করছে। আজ সংসদে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আলোচনা চলবে ৮ ঘণ্টা। বিরোধী শিবিরে ওয়াকফ নিয়ে ঐক্যের ছবি দেখা গেলেও কিছুটা হলেও বিক্ষিপ্ত শাসক শিবির। এনডিএর শরিকরা বিল নিয়ে খানিক দোনামোনায়। চন্দ্রবাবু নায়ডুর টিডিপি বিলটির পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিলেও সংশয়ে বিজেপির বিহারের দুই জোটসঙ্গী জেডিইউ এবং লোকজনশক্তি পার্টি। এখনও যা পরিস্থিতি তাতে এই দুই দল বিলটির পক্ষে ভোট নাও দিতে পারে। উল্লেখ্য, রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ হতে পারে বৃহস্পতিবার।