সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে জোর করে বিষ খাওয়ানোর অভিযোগ। ১ মাস হাসপাতালে লড়াইয়েও শেষরক্ষা হল না। বাঙুর হাসপাতালে মৃত্যু হল তরুণীর। ঘটনার পরই অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতার নাম চন্দ্রাণী নস্কর। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণপুরের রঘুনাথপুরের বাসিন্দা বছর ১৯-এর ওই তরুণী। অভিযোগ, বিশাল নস্কর নামে এলাকার এক যুবক দীর্ঘদিন ধরেই প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন তরুণীকে। কিন্তু তাতে রাজি হননি চন্দ্রাণী। তরুণীর আপত্তি সত্ত্বেও যুবক প্রায়ই রাস্তাঘাটে তাঁকে উত্যক্ত করত বলে অভিযোগ। গত ২৫ নভেম্বরও তরুণীর রাস্তা আটকায় ওই যুবক। অভিযোগ, জলে বিষ মিশিয়ে জোর করে ছাত্রীকে খাইয়ে দেয় সে। কোনওরকম বাড়ি পৌঁছে বিষয়টি জানান চন্দ্রাণী।
সঙ্গে সঙ্গে তরুণীর পরিবারের সদস্যরা তাঁকে বাঙুর হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ একমাস সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। বুধবার রাতে মৃত্যু হয় তরুণীর। খবর গ্রামে পৌঁছনোই বিশালের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। দীর্ঘক্ষণের চেষ্টায় পুলিশ আয়ত্তে আনে পরিস্থতি। ভাঙচুরের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারী সূত্র খবর, অভিযুক্তের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তরুণীর। সম্ভবত পরিবারের আপত্তি ছিল। সেই কারণে চন্দ্রাণী ও বিশাল একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন। কিন্তু চন্দ্রাণী পরিকল্পনামাফিক বিষ খেলেও বিশাল খাননি। যদিও গোটা বিষয়টাই এখনও তদন্ত সাপেক্ষ বলেই জানিয়েছে পুলিশ।
