shono
Advertisement

জাতীয় সংগীতের অবমাননা, শুভেন্দু-সহ ৫ বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের

কাঁথি থানায় অভিযোগ দায়ের।
Posted: 10:21 AM Apr 07, 2022Updated: 10:21 AM Apr 07, 2022

রঞ্জন মহাপাত্র, কাঁথি: ফের কাঁথিতে জাতীয় সংগীত (National Anthem) অবমাননা। এবার অভিযোগের আঙুল উঠল রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী-সহ পাঁচজনের দিকে। কাঁথি থানায় জাতীয় সংগীত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার কাঁথি ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন অভিযোগ দায়ের করেন। তিনি ই-মেলের মাধ্যমে কাঁথি থানার অফিসার ইন চার্জের কাছে বিরোধী দলনেতার নামে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ দায়ের করেন।

Advertisement

সম্প্রতি কাঁথি (Contai) শহরে যুব তৃণমূল পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি সভা আয়োজন করে। সভা শেষে জাতীয় সংগীত পরিবেশন করেন কাঁথি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা কাউন্সিলর রিনা দাস-সহ সভায় উপস্থিত সকলেই। তবে রিনা দাসের বিরুদ্ধে ভুল জাতীয় সংগীত পরিবেশনের অভিযোগ ওঠে। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়ে যায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি SangbadPratidin.in। এই ঘটনায় সৌমেন্দু অধিকারী কাঁথি থানায় রিনা দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। জাতীয় সংগীত অবমাননার প্রতিবাদে গত ৪ মার্চ অরাজনৈতিক মঞ্চ তৈরি করেন। ওই মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জাতীয় সংগীত পরিবেশনার আয়োজন করেন।

[আরও পড়ুন: ৬ বছরেও অসম্পূর্ণ পিএইচডি, নিজের তৈরি অ্যাসিড খেয়ে আত্মঘাতী গবেষক]

কিন্তু ওই অনুষ্ঠানেই ফের বিভ্রাট। আবারও উঠল জাতীয় সংগীত অবমাননার অভিযোগ। কাঁথি ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েনের অভিযোগ, “ওই অনুষ্ঠানে ইচ্ছাকৃতভাবে জাতীয় সংগীত অবমাননা করা হয়েছে। ৫২ সেকেন্ডের পরিবর্তে ১ মিনিট ধরে জাতীয় সংগীত গাওয়া হয়েছে। এটি জাতীয় সংগীত অবমাননা ছাড়া কিছুই নেই।’’

এই ঘটনায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)  নামে থানায় অভিযোগ দায়ের হয়। এছাড়াও উত্তর কাঁথির বিধায়িক সুমিতা সিনহা, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস, শুভেন্দু অধিকারীর ভাই তথা বিজেপি সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী, উত্তর কাঁথির প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতির বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। কাঁথি ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন বলেন, “জাতীয় সংগীতের অবমাননা করা উচিত নয়। অভিযুক্তদের অবিলম্বে শাস্তি চাই৷” তবে এবিষয়ে শুভেন্দু অধিকারী-সহ অন্য অভিযুক্তদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

[আরও পড়ুন: সর্বোচ্চ শাস্তির মেয়াদ পার, ইডি মামলায় জামিন সারদা ও রোজভ্যালি কর্তার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement