shono
Advertisement
Jyotirmay Singh Mahato

'সতীদাহর জনক রাজা রামমোহন রায়', অভিষেককে আক্রমণ করতে গিয়ে 'বেফাঁস' বিজেপি সাংসদ

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করতে গিয়ে নিজেই বিতর্কে জড়িয়ে গেলেন! বেফাঁস মন্তব্য করে বসলেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক।
Published By: Kousik SinhaPosted: 11:07 PM Jan 23, 2026Updated: 11:07 PM Jan 23, 2026

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করতে গিয়ে নিজেই বিতর্কে জড়িয়ে গেলেন! বেফাঁস মন্তব্য করে বসলেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। শুক্রবার সরস্বতী পুজোর দিন পুরুলিয়া শহরের রাঁচি রোডে নিজের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন ওই বিজেপি সাংসদ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'পতিদাহর জনক' আখ্যা দিতে গিয়ে নিজে ইতিহাস বিকৃত করে বসেন সাংসদ জ্যোতির্ময়। তিনি বলেন, "সতীদাহর জনক রাজা রামমোহন রায়।" কিন্তু ইতিহাস বলছে, সতীদাহ প্রথা নিবারণে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন রাজা রামমোহন রায়।

Advertisement

চলতি মাসের ২১ তারিখ হুড়ার লধুড়কার চন্ডেশ্বর ময়দানে রণসংকল্প সভা থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, সিপিএমের হার্মাদরা এখন বিজেপির জল্লাদ। তার জবাব দিতে গিয়ে সাংসদ জ্যোতির্ময় এদিন বলেন, "দলবদলের ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ জানেন? প্রথমে কংগ্রেস। পরে তৃণমূল গড়ে বিজেপির সঙ্গী হন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারীর হাতে পায়ে ধরে দলকে দাঁড় করিয়ে ফের কংগ্রেস জোটে গিয়েছেন।" অভিষেক রাজ্যের উন্নয়নের প্রশ্নে জ্যোতির্ময় সিং মাহাতোকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন। বলেছিলেন, মোদি সরকারের ১২ বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসার জন্য। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত ১৫ বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসবেন। জ্যোতির্ময় যে জায়গা বলবেন, যে মঞ্চ বাছবেন, যে সময় বলবেন তিনি দু'ঘন্টার মধ্যে আসবেন।

এর পাল্টা জ্যোতির্ময় বলেন, "আপনি কে? মুখ্যমন্ত্রীকে বলুন। গোটা মন্ত্রী পরিষদকে বলুন আমি বসতে রাজি আছি। একদিন আগে জানিয়ে দেবেন। আগের রাতে পৌঁছে যাব। আমার তো হেলিকপ্টার নেই।" অভিষেকের ট্রেন লেট সমস্যা নিয়ে জ্যোতির্ময় বলেন, "কিছু মেরামতির জন্য বিলম্ব হচ্ছিল এখন তা অনেকটাই কেটে গিয়েছে।" বিলম্ব হওয়ার জন্য রাজ্য সরকারের অসহযোগিতার উল্লেখ করে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন রেলমন্ত্রী ছিলেন পুরুলিয়া- ঝাড়গ্রাম রেলপথের সার্ভেও কি করাতে পেরেছিলেন? আমরা শুধু সার্ভে নয়। রুট চার্ট প্রস্তুত করেছি। যে রাজ্য সরকার একটা ফ্লাইওভার বানাতে এনওসি দেয় না। তারা এতটা জমি দেবে?"

রণসংকল্প সভায় অভিষেক বাম জমানার পুলিশ কর্মীদেরকে সমালোচনা করেছিলেন। বামেদের সমালোচনা করায় বিজেপি সাংসদদের ঝাল লাগায় তার পাল্টা মন্তব্য করেন তিনি। বলেন, " মাওবাদীদের ডেকে এনেছিল তৃণমূল। তাদের দলের বিভিন্ন পদে প্রাক্তন মাওবাদীরা রয়েছেন।" ওই সভা থেকে অভিষেক পুরুলিয়ায় ৯-০ করার ডাক দেন। ওই প্রসঙ্গে জ্যোতির্ময় বলেন, " ৯-০ হবে তবে তা বিজেপির পক্ষে। রাজ্যে বামেদের মতই মহাশূন্য হবে তৃণমূল।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement