shono
Advertisement

বহরমপুরে রামমন্দির গড়বে বিজেপি, হুমায়ুন কবীরের বাবরি মসজিদের পালটা?

বাবরি মসজিদ তৈরির কথা শোনা গিয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের মুখে।
Published By: Paramita PaulPosted: 04:36 PM Dec 11, 2024Updated: 04:38 PM Dec 11, 2024

কল্যাণ চন্দ্র, বহরমপুর: বাবরি মসজিদের পালটা রামমন্দির! মুর্শিদাবাদের বহরমপুরেই তৈরি হবে মন্দিরটি। ইতিমধ্যে জমিও দেখা হয়ে গিয়েছে। জানালেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি শাখারভ সরকার। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাবরি মসজিদ মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির এই প্রস্তাব বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement

মুর্শিদাবাদে রামমন্দির গড়ে তোলার প্রস্তাব দিল বিজেপি। বুধবার বহরমপুর বিজেপি কার্যালয়ে জেলা বিজেপি সভাপতি সাংবাদিক সম্মেলন করে বলেন, ৬ ডিসেম্বর জেলায় রামমন্দির তৈরি হবে। তার জন্য ট্রাস্ট তৈরি হয়ে গিয়েছে। জমিও দেখা হয়েছে। বহরমপুর লোকসভা কেন্দ্রেই তৈরি হবে মন্দিরটি। ১০ কোটি টাকা ব্যয়ে ওই মন্দির গড়া হবে। ২২ জানুয়ারি ২০২৫ সালে ওই রাম মন্দিরের কাজ শুরু হবে। উল্লেখ্য, ২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন হয়েছিল।

প্রসঙ্গত, বাবরি মসজিদ তৈরির কথা শোনা গিয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের মুখে। বিধানসভায় সেকথা বলতে শোনা গিয়েছে তাঁকে। হুমায়ুনের কথায়. “বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করব। ২০২৫ সালের ৬ ডিসেম্বর থেকে কাজ শুরু হবে। আমার নিজের জমি বিক্রি করে ১ কোটি টাকা দেব।” তাঁর কথায়, গোটা মুর্শিদাবাদ এলাকার ৭৫ শতাংশ মানুষই মুসলিম সম্প্রদায়ের। তাঁদের ভাবাবেগকে স্বীকৃতি দিতেই এই মসজিদ তৈরির সিদ্ধান্ত। একটি ট্রাস্ট তৈরি করে মসজিদের কাজ করবেন বলে জানালেন বিধায়ক। আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রীকে। বিধায়কের এই মন্তব্যের পরই বিজেপির রামমন্দির গড়ে তোলার বিষয়টি প্রকাশ্যে এল। যদিও বিজেপি সভাপতির দাবি, মন্দির তৈরির পরিকল্পনা আগেই চলছিল তাদের। বুধবার সেই পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাবরি মসজিদের পালটা রামমন্দির!
  • মুর্শিদাবাদের বহরমপুরেই তৈরি হবে মন্দিরটি।
  • ইতিমধ্যে জমিও দেখা হয়ে গিয়েছে।
Advertisement