shono
Advertisement

বিজেপি প্রতিনিধিরা এলাকা ছাড়তেই ফের উত্তেজনা, ভাটপাড়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ

পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। The post বিজেপি প্রতিনিধিরা এলাকা ছাড়তেই ফের উত্তেজনা, ভাটপাড়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:27 PM Jun 22, 2019Updated: 08:06 PM Jun 22, 2019

মণিশংকর চৌধুরী ও তনুজিৎ দাস: ‘একপক্ষকে লাঠি চালাব, আর অন্যপক্ষকে গুলি মারব। ঘটনার দিন এই সিদ্ধান্তটা কে নিয়েছিল?’ ভাটপাড়ার ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি সংসদীয় দলের প্রধান সাংসদ এস এস আলুওয়ালিয়া। তাঁর অভিযোগ, পুলিশই দু’জন বিজেপি কর্মীকে গুলি করে খুন করেছে। এদিকে বিজেপি সংসদীয় দলের প্রতিনিধিরা এলাকা ছাড়ার পর বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। লাঠির আঘাতে একজনের মাথা ফেটেছে বলে অভিযোগ।

Advertisement

[ আরও পড়ুন: ফের উত্তপ্ত কাঁকিনাড়া, ভাটপাড়া যাওয়ার পথে পুলিশি বাধার মুখে সুজন-মান্নান]

লোকসভা ভোটের পর থেকে লাগাতার অশান্তি চলছে এলাকায়। বৃহস্পতিবার সকালে ফের উত্তপ্ত হয়ে উঠে ভাটপাড়া। গুলি-বোমার লড়াই মারা যান দু’জন বিজেপি সমর্থক। শুক্রবার যখন মৃতদেহ নিয়ে মিছিল করতে যান বিজেপি সাংসদ অর্জুন সিং ও তাঁর বিধায়ক পুত্র, তখন বাধা দেয় পুলিশ। ফের অগ্নিগর্ভ হয়ে উঠে এলাকা। পুলিশকে লক্ষ্য ইটবৃষ্টি শুরু করেন বিজেপি সমর্থকরা। এসবের মধ্যেই দলের দুই কর্মী রামবাবু সাউ ও ধরমবীর সাউয়ের মৃতদেহ নিয়ে শ্মশান পর্যন্ত মিছিল করে বিজেপি।শনিবার সকালে ভাটপাড়ায় যায় বিজেপির তিন সদস্যের সংসদীয় প্রতিনিধি দল। দলের নেতৃত্বে ছিলেন এ রাজ্যেরই বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়া। প্রতিনিধি দলের ছিলেন সাংসদ বিডি রাম ও সত্যপাল সিংহও। এদিন ভাটপাড়ায় নিহত দুই বিজেপি কর্মী রামবাবু সাউ ও ধরমবীর সাউয়ের বাড়িতে যান বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা। কথা বলেন পরিবারের লোকেদের সঙ্গে। প্রতিনিধি দলের নেতা সাংসদ এসএস আলুওয়ালিয়া বলেন, গোটা দেশেই লোকসভা ভোট হয়েছে। কিন্তু, পশ্চিমবঙ্গের মতো সন্ত্রাস কোথাও হচ্ছে না। রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত নিহতদের পরিবারকে কোনও সমবেদনা জানানো হয়নি। নিহতদের পরিবারপিছু দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। নিহতদের সন্তানদের পড়াশোনার দায়িত্বও নিয়েছেন তিনি।

এদিকে ভাটপাড়ায় লাগাতার অশান্তির ঘটনায় পুলিশের ভুমিকা নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের ক্ষোভ ছিলই। বিজেপি প্রতিনিধি চলে যাওয়ার পর সেই ক্ষোভে চরম আকার নেয়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ। লাঠির আঘাতে এক একজন স্থানীয় বাসিন্দার মাথা ফেটেছে গিয়েছে। শেষ খবর অনুযায়ী, বিশাল পুলিশ বাহিনী নিয়ে ভাটপাড়ায় পৌঁছেছেন বারাকপুরের পুলিশ কমিশনার।

দেখুন ভিডিও:

 

The post বিজেপি প্রতিনিধিরা এলাকা ছাড়তেই ফের উত্তেজনা, ভাটপাড়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement