সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গড়িয়ায় দম্পতির রহস্যমৃত্যু। ভাড়াবাড়ির একই ঘর থেকে উদ্ধার জোড়া দেহ। স্বামীর দেহটি ঝুলন্ত অবস্থায় ছিল। আর খাটে পড়েছিল স্ত্রীর দেহ। গলায় দাগ। গাল থেকে রক্ত ঝরছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্ত্রী। তবে কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

৪৫ বছরের তরুণ দাস ৩৫ বছরের স্ত্রী আশা দাসকে নিয়ে গড়িয়ার আদর্শ পল্লিতে গুরুপদ মণ্ডলের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁদের দুই সন্তানও আছে। স্বামী-স্ত্রী কাজ করতেন। একই বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন আশাদেবীর বোনও। তাঁর ছেলেই স্কুল থেকে ফিরে মাসি ও মেসোর দেহ দেখতে পায়। সেই পরিবার ও প্রতিবেশীকে খবর দেয়।
প্রতিবেশীরা জানিয়েছে, স্বামী-স্ত্রী দুজনেই হাসি-ঠাট্টা করতেন। কখনও কেউ তাদের ঝগড়া করতে দেখেননি। বুধবারও দুপুরে কাজ থেকে ফিরে প্রতিবেশীদের সঙ্গে তারা ইয়ার্কি-ঠাট্টা করে। একসঙ্গে খাওয়া-দাওয়াও করে। তারপরই এই ঘটনা ঘটে যায়। কিন্তু কী কারণে স্ত্রীকে খুন করলেন তরুণ, তিনিই বা কেন আত্মহত্যা করলেন তা স্পষ্ট নয়। তাদের মধ্যে কোনও ঝগড়া-অশান্তির আওয়াজ প্রতিবেশীরা পাননি। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।