shono
Advertisement
Madarihat

মাদারিহাট থানার ভিতর 'আত্মঘাতী' যুবক, কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য

মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য যুবককে ডাকা হয়েছিল মাদারিহাট থানায়।
Published By: Tiyasha SarkarPosted: 04:13 PM Dec 11, 2024Updated: 04:13 PM Dec 11, 2024

রাজ কুমার, আলিপুরদুয়ার: মাদারিহাট থানায় যুবকের রহস্যমৃত্যু। বাথরুমে মিলল ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকায়। কেন থানায় ঢুকে আত্মহত্যা, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার একটি অভিযোগের ভিত্তিতে চারজনকে ডেকে পাঠানো হয়েছিল মাদারিহাট থানায়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেই চারজনের মধ্যে ছিলেন এই যুবক। জিজ্ঞাসাবাদের কিছুক্ষণ পর মাদারিহাট থানার চাইল্ড কেয়ার কর্নারের বাথরুমে এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান থানার কর্মীরা। স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। দেহ নামানোর ব্যবস্থা করে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় থানায়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, যে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, মৃত যুবক তাঁদের মধ্যেই একজন। কিন্তু কেন এভাবে থানার মধ্যে এই ঘটনা? কীভাবে সকলের নজর এড়িয়ে এই কাণ্ড ঘটালেন তিনি, তা নিয়ে রীতিমতো ধোঁয়াশায় পুলিশ। রাতেই যোগাযোগ করা হয়েছে মৃতের পরিবারের সঙ্গে। ওই যুবকের কারও সঙ্গে কোনও সমস্যা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে মৃতের পরিবার ও পরিজনদের সঙ্গে কথা বলা হতে পারে বলেও জানিয়েছে তদন্তকারীরা। এদিকে ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাদারিহাট থানায় যুবকের রহস্যমৃত্যু। বাথরুমে মিলল ঝুলন্ত দেহ।
  • ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকায়।
  • কেনই বা থানায় ঢুকে আত্মহত্যা, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement