shono
Advertisement
Birbhum

বীরভূমে বিস্ফোরণে উড়ল চাল, তড়িঘড়ি জেসিবি এনে ধ্বংসস্তূপ সাফ মালিকের! ঘনীভূত রহস্য

আতঙ্কে কাঁটা স্থানীয়রা।
Published By: Gopi Krishna SamantaPosted: 12:36 PM Apr 25, 2025Updated: 12:47 PM Apr 25, 2025

নন্দন দত্ত, সিউড়ি: সাতসকালে বোমা বিস্ফোরণের জেরে উড়ে গেল ঘরের চাল! ভেঙে পড়ল মাটির পাঁচিল। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ছাদ উড়তেই তড়িঘড়ি জেসিবি এনে ধ্বংসস্তূপ সাফ করে ফেললেন বাড়ির মালিক! ঘটনায় শুক্রবার চাঞ্চল্য ছড়াল বীরভূমের সাঁইথিয়া থানা এলাকায় হাতোড়া পঞ্চায়েতের সিজা গ্রামে। বাড়ির মালিকের ভূমিকায় ঘনাচ্ছে রহস্য। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িটি স্থানীয় বাসিন্দা শেখ ফিরোজের। তিনি পেশায় কৃষক। কিন্তু তাঁর বাড়িতে হঠাৎ বোমা বিস্ফোরণ কীভাবে? সেখানে কি বোমা মজুত করা হয়েছিল? নাকি ওই বাড়িতেই তৈরি হত? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে বোমা বিস্ফোরণ হওয়ার পরই তড়িঘড়ি জেসিবি এনে ফিরোজ বিস্ফোরণস্থল পরিষ্কার করে দেন বলে অভিযোগ। এতেই দানা বেঁধেছে রহস্য। পুলিশের অনুমান, প্রমাণ লোপাটের জন্যই তড়িঘড়ি বিস্ফোরণস্থলটি পরিষ্কার করে দেওয়া হয়েছে।     

জানা যাচ্ছে, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করেছে। বারুদ মাখা মাটি সংগ্রহ করা হয়েছে। জেলা পুলিশ সুপার আমনদীপ জানান,  "বোমা বিস্ফোরণ হয়েছে। দুষ্কৃতীরা প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।" আগেও একাধিকবার বীরভূমের বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়েছে। একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। আগামীবছর বিধানসভা নির্বাচন। তার আগে এই বোমা বিস্ফোরণ স্থানীয়দের মনে আতঙ্কের পাশাপাশি বহু প্রশ্ন তুলে দিয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিস্ফেরণের জেরে শুক্রবার কাকভোরে চাঞ্চল্য ছড়ায় সাঁইথিয়া থানা এলাকায় হাতোড়া পঞ্চায়েতের সিজা গ্রামে।
  • বিস্ফোরণের পর তড়িঘড়ি জেসিবি এনে বিস্ফোরণস্থল পরিষ্কার করে দেওয়ার অভিযোগ উঠেছে।
  • ঘটনাস্থল থেকে একটি ব্যাগ ও বারুদ মাখা মাটি সংগ্রহ করেছে পুলিশ।
Advertisement