সংবাদ প্রতিদিন ব্যুরো: পঞ্চায়েত ভোটের আবহেই রাজ্যের তিন প্রান্ত থেকে উদ্ধার তাজা বোমা। রবিবার সকালে ভাঙড়ের আইএসএফ কর্মীর বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার হয়। যদিও পরিবারটির দাবি, তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। পারিবারিক বিবাদের জেরেই তাঁদের বাড়িতে বোমা মজুত করে ফাঁসানোর চেষ্টা করছে প্রতিবেশীরা। এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে আবার মুর্শিদাবাদের দুই এলাকা-হরিহরপাড়া ও সুতি থেকে উদ্ধার হয়েছে প্রচুর বোমা। পঞ্চায়েত নির্বাচনের আগে দিকেদিকে বোমা-বারুদ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
আলাউদ্দিন মোল্লার মুরগির ঘর থেকে বোমা উদ্ধার করে কাশিপুর থানার পুলিশ কর্মীরা। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোররাতে অভিযান করে পুলিশ।বোমা উদ্ধারের ঘটনায় আলাউদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয়েছে। তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করবে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার পর ভাঙর দু’নম্বর ব্লক আইএসএফের নেতা রাইনুর হক দাবি করেন, “ওই পরিবারটি আইএসএফের সঙ্গে যুক্ত। তাই ভোটের আগে ফাঁসানো হয়েছে তাঁদের। পুলিশকে বলব যথাযথ তদন্ত করে ব্যবস্থা নিতে।”
[আরও পড়ুন: আরামবাগে দল ছাড়লেন TMCP’র জেলা সভাপতি, তৃণমূলে ধাক্কা বারাসত-মুর্শিদাবাদেও]
তৃণমূল কর্মীরা ফাঁসাচ্ছে বলে দাবি করে রাইনুর। যদিও পরিবারের তরফে দাবি করা হয়েছে,তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। তাঁদের সঙ্গে প্রতিবেশীদের বিবাদ চলছিল। সেই বিবাদের কারণেই প্রতিবেশীরা এই বোমা রেখে পুলিশকে খবর দিয়েছে বলে দাবি। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে আইএসএফ বোমা মজুতদ করেছিল।
এদিকে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই বালতি ভরতি তাজা বোমা উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার লক্ষ্মীপুর এলাকায়। জানা গিয়েছে, আম বাগানের মধ্যে বালতি ভরতি তাজা বোমা দেখতে পায় এলাকার মানুষ। খবর দেওয়া হয় সুতি থানায়। পুলিশকে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। চলছে জিজ্ঞাসাবাদ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডেও।
[আরও পড়ুন: খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত, নিহতের বাড়িতে অধীর]
ব্যাগ ভরতি বোমা উদ্ধার হয়েছে হরিহরপাড়ায়। হরিহরপাড়া থানার হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালনগর ঘোষপাড়া এলাকায় ঝোপ থেকে এক ব্যাগ ভরতি সকেট বোমা উদ্ধার হয়। তবে কতগুলো বোমা রয়েছে এখনও জানা যায়নি। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। পঞ্চায়েত ভোটের সময় কীভাবে বোমা এল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।
