shono
Advertisement
Baruipur

জমি বিবাদে দুষ্কৃতী হামলা, গ্রামে বোমাবাজি-আগুনের ঘটনায় অশান্ত জয়নগর

বকুলতলা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ওই গ্রামে যায়। উদ্ধার হয় একাধিক বোমা।
Published By: Suhrid DasPosted: 07:38 PM Jan 03, 2025Updated: 07:38 PM Jan 03, 2025

দেবব্রত মণ্ডল, বারুইপুর: একটি জমি ঘিরে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল দীর্ঘ দিন ধরে। শুক্রবার সেই বিবাদ চরম আকার নিল। গ্রামে চলল ব্যাপক বোমাবাজি, ভাঙচুর। বাড়িতে লাগিয়ে দেওয়া হল আগুন। গোটা ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বকুলতলার হানারবাড়ি গ্রাম।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের একটি জমি নিয়ে দীর্ঘ সময় ধরেই দুই পরিবারের বিবাদ চলছে। নূর মহম্মদ শেখ ও বাশার শেখের পরিবারের মধ্যে আজ শুক্রবার ফের বিবাদ ছড়ায়। বেলা গড়াতেই ওই গ্রাম কার্যত রণভূমি হয়ে যায়। দুপুর থেকে ব্যাপক বোমাবাজি শুরু হয়। গ্রামের মধ্যে প্রায় ৪০-৫০ জন হামলা চালাতে শুরু করেন। সাধারণ অন্যান্য বাসিন্দারা প্রাণভয়ে ঘরে দরজা দিয়ে রেখেছিলেন।

নূর মহম্মদ শেখের বাড়িতে হামলা চালানো হয়। রীতিমতো লুটপাট চলে। এরপর বাশার শেখের বাড়িতেও একই ভাবে হামলা, লুটপাট চালানো হয়। বাড়ির অংশ, খড়ের গাদায় আগুন লাগানো হয়। বেশ কিছু সময় ওই এলাকা যেন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছিল। বকুলতলা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ওই গ্রামে যায়। ততক্ষণে গ্রাম ছেড়েছেন ওই দুষ্কৃতীরা। গ্রামের একাধিক জায়গা থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করা হয়। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে।

ওই দুষ্কৃতীরা কাদের কথায় গ্রামে হামলা চালাল? কোথা থেকে এলেন তাঁরা? সেই নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ এলাকায় তল্লাশি চালাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জমি ঘিরে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল দীর্ঘ দিন ধরে।
  • শুক্রবার সেই বিবাদ চরম আকার নিল।
  • গ্রামে চলল ব্যাপক বোমাবাজি, ভাঙচুর।
Advertisement