সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটু বেশি টাকা আয়ের আশায় বাড়ি ছেড়েছিলেন আগেই। শিলিগুড়িতে কাজে গিয়েছিলেন। মাঝে একদিন ছুটি পান। সেই ছুটিতেই বেড়াতে গিয়েছিলেন পাহাড়ে। সেখানে গিয়ে খাদে পড়ে বিপত্তি। প্রাণ গেল মুর্শিদাবাদের হরিহরপাড়ার যুবকের।
মৃত বছর আঠারোর আলাহিম শেখ। মুর্শিদাবাদের হরিহরপাড়ার রমনা মাঝপাড়ার বাসিন্দা। পরিবারের পাশে দাঁড়াতে উপার্জন করা শুরু করেন অনেক আগেই। তবে একটু বেশি আয়ের আশায় মাসপাঁচেক আগে শিলিগুড়িতে কাজে গিয়েছিলেন। রাজমিস্ত্রির কাজ করতেন আলহিম। শনিবার ছুটি ছিল। একদিনের ছুটিতে বন্ধুবান্ধবদের সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথেই বিপত্তি।
পাহাড়ি পথ দিয়ে নামার সময় বেসামাল হয়ে যান। খাদে পড়ে যান আলাহিম ও তাঁর সঙ্গীরা। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। প্রাণ যায় আলাহিমের। শনিবার বিকেলে দুঃসংবাদ নিহত যুবকের বাড়িতে পৌঁছয়। চোখের জল বাঁধ মানছে না নিহতের বাবা ও মায়ের। আর কোনওদিন ছেলেকে দেখতে পাবেন না, বারবার একথা বলে সংজ্ঞা হারাচ্ছেন তাঁর বাবা। দেহ ময়নাতদন্তের পর বাড়িতে ফেরার কথা। শোকস্তব্ধ আলাহিমের পরিবারের লোকজন। আপাতত দেহ বাড়িতে ফেরার অপেক্ষায় তাঁর পরিজনেরা।