shono
Advertisement

Breaking News

মায়ের কথা মনে পড়ে গেল, বৃদ্ধার সাহায্যার্থে এই কাজটাই করলেন পুলিশ আধিকারিক

বনগাঁ থানার এসআইয়ের মানবিক উদ্যোগকে কুর্নিশ৷ The post মায়ের কথা মনে পড়ে গেল, বৃদ্ধার সাহায্যার্থে এই কাজটাই করলেন পুলিশ আধিকারিক appeared first on Sangbad Pratidin.
Posted: 11:49 AM Aug 10, 2018Updated: 12:19 PM Aug 10, 2018

সোমনাথ পাল, বনগাঁ: থানা-পুলিশে বরাবরের ভয়৷ তাই মাস পাঁচেক আগে বার্ধক্যভাতার পাসবই হারিয়ে গেলেও, থানায় অভিযোগ দায়ের করেননি৷ কিন্তু, ঘটনা হল, শেষপর্যন্ত পুলিশের মধ্যস্থতায়ই কয়েক ঘণ্টার মধ্যে নতুন পাসবই পেলেন এক বৃদ্ধা৷ মানবিকতার নজির গড়ল উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা৷

Advertisement

[ক্যানিংয়ে পুলিশের জালে তিন অস্ত্র পাচারকারী, বাজেয়াপ্ত গাড়ি ভরতি আগ্নেয়াস্ত্র]

বনগাঁ শহর লাগোয়া ধর্ম পুকুরিয়া এলাকায় থাকেন মঞ্জু শরণ৷ সহায়-সম্বল বলতে কিছুই নেই৷ সরকারের বার্ধক্যভাতার সামান্য টাকায় কোনওমতে দিন গুজরান করেন ওই বৃদ্ধা৷ স্টেট ব্যাংকের ধর্ম পুকুরিয়া শাখায় অ্যাকাউন্ট আছে৷ মাসের শেষে ব্যাংকে গিয়ে টাকা তুলে আনেন মঞ্জুদেবী৷ কিন্তু মাস পাঁচেক আগে ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে পাসবইটি হারিয়ে ফেলেন তিনি! ফলে বার্ধক্যভাতার টাকা তুলতে পারছিলেন না৷ ব্যাংক থেকে নতুন পাসবই পাওয়ার জন্য থানায় ডায়েরি করতে হয়৷ কিন্তু, থানা-পুলিশে যে বড় ভয়! তাই আর বনগাঁ থানায় গিয়ে অভিযোগ জানাননি মঞ্জু শরণ৷ এদিকে আবার বার্ধক্যভাতার টাকা না পাওয়ার সংসার চলছে না৷ বাধ্য হয়েই বৃহস্পতিবার থানায় যান মঞ্জুদেবী৷ গোটা ঘটনা জানান এসআই গদাধর সিংহকে৷ ওই বৃদ্ধার করুণ অবস্থা কথা শুনে সময় নষ্ট করেননি তিনি৷ মিসিং ডায়েরি তো নেওয়া হয়ই, ব্যাংকের শাখায় কয়েকজন সিভিল ভলানটিয়ারকে পাঠিয়েও দেন ওই পুলিশ আধিকারিক৷ মাত্র কয়েক ঘন্টার মধ্যে ওই বৃদ্ধার নামে নতুন পাসবই ইস্যু করে দেয় ব্যাংক কর্তৃপক্ষ৷

এত সহজেই যে সমস্যার সমাধান হয়ে যাবে, ভাবতেই পারেননি মঞ্জুদেবী৷ বার্ধক্যভাতার পাসবই হাতে পেয়ে চোখের জল আর ধরতে রাখতে পারেননি তিনি৷ শুধু পাসবইয়ের ব্যবস্থা করে দেওয়াই নয়, হতদরিদ্র ওই বৃদ্ধাকে পেট ভরিয়ে খাইয়েওছেন বনগাঁ থানার এসআই গদাধর সিংহ৷ তিনি বলেন, ‘ওই বৃদ্ধাকে দেখে মায়ের কথা মনে পড়ে গেল৷ ওঁনাকে সাহায্য করতে পেরে শান্তি পেলাম৷’

[ মেয়ের জন্মদিনে পথশিশুদের ভূরিভোজ দম্পতির, বর্ধমানে মানবিক ছবি]

The post মায়ের কথা মনে পড়ে গেল, বৃদ্ধার সাহায্যার্থে এই কাজটাই করলেন পুলিশ আধিকারিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement