shono
Advertisement

Breaking News

চোর সন্দেহে কিশোরকে বেধড়ক মার ফল বিক্রেতার

হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই কিশোর। The post চোর সন্দেহে কিশোরকে বেধড়ক মার ফল বিক্রেতার appeared first on Sangbad Pratidin.
Posted: 12:02 PM Dec 04, 2018Updated: 12:02 PM Dec 04, 2018

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: চোর সন্দেহে বছর বারোর এক কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক ফল বিক্রেতার বিরুদ্ধে। আক্রান্ত কিশোর আলম মণ্ডল বর্তমানে শরীরে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সোমবার রাতে বনগাঁ থানার চাঁদা পানচিতা এলাকার ঘটনা।

Advertisement

[মাথা ফেটে গড়িয়ে পড়ছে রক্ত, জাপটে ডাকাত ধরলেন আহত যুবক]

আক্রান্তের বড়মা বছর আশির রহিমা মণ্ডল জানান, মা-বাবা কেউ নেই আলমের। কয়েক বছর আগেই রোগাক্রান্ত হয়ে মারা যান আলমের বাবা-মা। অনাথ আলম ও তার ছোট ভাইকে তিনিই বর্তমানে লালন পালন করেন। ভিক্ষাবৃত্তি করে সংসার চলে তাঁর। আলম বর্তমানে চাঁদা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। ওই দিন সন্ধ্যায় বাড়িতে এসে প্রতিবেশিরা বৃদ্ধাকে খবর দেন ফল চুরির অভিযোগে চাঁদা বাজারের ফল বিক্রেতা ননী সরকার আলমকে বেধড়ক মারধর করছে। খবর পাওয়া মাত্রই ছুটে গিয়ে রহিমা দেখেন, রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে আলম। নাক মুখ দিয়ে গ্যাঁজলা বেরচ্ছে ওই কিশোরের। বিনা কারণে শুধুমাত্র সন্দেহের বশে নাতিকে মারধরের কারন জানতে চাইলে অভিযুক্ত ননী বৃদ্ধাকে পালটা ধমক দিয়ে তাঁকেও মারধরের হুমকি দেয়।

[পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে খুন, পলাতক স্বামী]

এরপরেই স্থানীয়দের চেষ্টায় অচৈতন্য নাতিকে বনগাঁ হাসপাতালে নিয়ে আসেন বৃদ্ধা। বেধড়ক মারধরে ওই কিশোরের মাথায়, বুকে গুরুতর আঘাত লেগেছে বলে জানা যায় হাসপাতাল সূত্রে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। শুধুমাত্র সন্দেহের বশে ওই কিশোরের উপর নির্মম অত্যাচারের ঘটনায় চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি এই ঘটনা অত্যন্ত অমানবিক বলে দাবি স্থানীয়দের।

The post চোর সন্দেহে কিশোরকে বেধড়ক মার ফল বিক্রেতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার