সঞ্জিত ঘোষ, নদিয়া: বাংলাদেশ ইস্যুতে কড়া নজরদারি সীমান্ত এলাকায়। অনুপ্রবেশের পাশাপাশি চোরাচালান যাতে না হয়, সেদিকেও নজর রাখছে বিএসএফ। সেই আবহেই বিপুল সাফল্য। নদিয়ার সীমান্ত এলাকা ফাঁড়ি পুট্টিখালির জওয়ানরা বিপুল অর্থের সোনার বিস্কুট উদ্ধার করলেন। তার বর্তমান বাজারদর এক কোটি টাকার উপরে।
জওয়ানদের সূত্রে জানা গিয়েছে, ফাঁড়ি পুট্টিখালির জওয়ানদের কাছে সোনা পাচারের আগাম খবর আসে। সোমবার গেদে সীমান্ত এলাকার মাজদিয়া-গাজনা রোড দিয়ে দুই ব্যক্তি স্কুটি করে যাচ্ছিল। জওয়ানরা তাদের গাড়ি আটকায়। শুরু হয় খানাতল্লাশি। গাড়ির সিটের নিচের অংশ খুলতেই তিনটি প্যাকেট পান জওয়ানরা। কালো টেপ দিয়ে প্যাকেটগুলি মোড়ানো ছিল। সেই প্যাকেট খুলতেই বেরিয়ে পড়ে সোনার বিস্কুট ও সোনার বাট।
এর পরেই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে বিএসএফ। জানা গিয়েছে, তিনটি প্যাকেটে মোট ১২ টি সোনার বিস্কুট ও দুটি সোনার বাট নিয়ে যাওয়া হচ্ছিল। সেগুলির মোট ওজন ১.৬৭ কেজি, বাজারদরও আকাশছোঁয়া। এই পরিমাণ সোনার আনুমানিক বাজারদর ১.২৮ কোটি টাকা। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, রানাঘাটে সেই সোনা নিয়ে যাওয়া হচ্ছিল। আরও একজনকে রানাঘাট স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এই তিনজন পাচার করার জন্য পারিশ্রমিক হিসেবে পাঁচশো টাকা করে পায়। এই সোনা পাচার চক্রের হদিশ জানার চেষ্টা করছে বিএসএফ।