shono
Advertisement

Burdwan Station Accident: বর্ধমান স্টেশনে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, মৃত্যু ৩ জনের

আহত কমপক্ষে ৩০ জন।
Posted: 01:04 PM Dec 13, 2023Updated: 06:59 PM Dec 13, 2023

সৌরভ মাজি, বর্ধমান: ভরদুপুরে বর্ধমান স্টেশনে(Burdwan Station) ভয়ংকর দুর্ঘটনা। জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে জখম কমপক্ষে ৩০ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। ব্যস্ত সময়ে এই দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল ভোগান্তিতে যাত্রীরা। স্টেশনে পৌঁছেছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

Advertisement

জানা গিয়েছে, বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ছিল ওই ৫৩ হাজার গ্যালনের জলের ট্যাঙ্কটি। অন্যান্যদিনের মতোই বুধবার সকালে বর্ধমান স্টেশন ছিল যাত্রীতে ভরা। শেডের তলায় ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন বহু যাত্রী। ওই শেডের ঠিক উপরেই ছিল জলের ট্যাঙ্কটি। আচমকাই ঘটে দুর্ঘটনা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিরাট ট্যাঙ্ক। শেডের নিচে থাকা যাত্রী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। জখম হন কমপক্ষে ৩০ জন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তড়িঘড়ি পুলিশ, রেলের আধিকারিকরা পৌঁছন ঘটনাস্থলে। শুরু হয় উদ্ধার কাজ। 

[আরও পড়ুন: ফের রাজ্যে শুটআউট, বিয়েবাড়ি থেকে ফেরার পথে গুলিতে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যের জামাই]

ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে। তিনযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানান পুলিশ সুপার। এদিকে দুর্ঘটনার জেরে বর্ধমান স্টেশনের ১, ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ। জানা গিয়েছে, সম্প্রতি ওই জলের ট্যাঙ্কটি রং করা হয়েছিল। তবে ভিতরের মেরামতের কোনও কাজ হয়নি। ফলে রেলের গাফিলতির অভিযোগ তুলেছে রাজ্য। এই ঘটনায় তীব্র আতঙ্কে যাত্রীরা। প্রসঙ্গত, ২০২০ সালে বর্ধমান স্টেশনের ঝাদ ভেঙে মৃত্যু হয়েছিল একজনের। ফের দুর্ঘটনা বর্ধমানে।

[আরও পড়ুন: আসানসোলে প্রাক্তন TMC বিধায়কের বাড়িতে আয়কর হানা, কেন্দ্রীয় বাহিনী ঘিরেছে বাড়ি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার