shono
Advertisement
Abhishek Banerjee

অভিষেকের কেন্দ্রের ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা, ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ

পরবর্তী শুনানি ৫ মে।
Published By: Paramita PaulPosted: 08:22 PM Apr 08, 2025Updated: 08:32 PM Apr 08, 2025

গোবিন্দ রায়: ডায়মন্ড হারবার কেন্দ্রের নির্বাচনী প্রক্রিয়া ও ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাই কোর্টে। মামলাকারী ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী। মঙ্গলবার সেই মামলার শুনানিতে বড় নির্দেশ দিল আদালত।

Advertisement

২০২৪ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া ও ফলাফলকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (ববি)। তাঁর আইনজীবী বিল্লাদল ভট্টাচার্য বলেছেন, "ওই নির্বাচনী এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক জালিয়াতির ঘটনা ঘটেছে এবং আমি আশা করি আদালতের এই আদেশ তা প্রকাশ্যে আনবে।" দীর্ঘ ৭ মাস পর মামলাটি শুনানির জন্য ওঠে মঙ্গলবার। এদিন বিচারপতি সুগত ভট্টাচার্য নির্দেশ দেন, ওই কেন্দ্রের সমস্ত নির্বাচনী তথ্য, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল নথি সংরক্ষণ করতে হবে। নির্বাচন কমিশন ও ওই কেন্দ্রের জেলা নির্বাচনী আধিকারিককে এই সমস্ত ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি। পরবর্তী শুনানি ৫ মে।

উল্লেখ্য, এবার লোকসভা নির্বাচনে ৭ লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই ফলকে কটাক্ষ করে বিজেপি প্রার্থী দাবি করেছিলেন, সাধারণ ভোটাররা ভোট দিতে পারেনি। বরং সমস্ত নির্বাচনীবিধি লঙ্ঘন করা হয়েছিল সেখানে। তাই নির্বাচন প্রক্রিয়া বাতিলের দাবিতে আদালতের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী। এদিন তাঁর আবেদনের শুনানি শুরু হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডায়মন্ড হারবার কেন্দ্রের নির্বাচনী প্রক্রিয়া ও ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাই কোর্টে।
  • মামলাকারী ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী।
  • মঙ্গলবার সেই মামলার শুনানিতে বড় নির্দেশ দিল আদালত।
Advertisement