shono
Advertisement
Manish Sisodia and Satyendar Jain

২০০০ কোটির নয়া দুর্নীতি! আপ নেতা মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে FIR

দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখা এফআইআর দায়ের করেছে।
Published By: Kishore GhoshPosted: 01:18 PM Apr 30, 2025Updated: 01:55 PM Apr 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত হন আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া, আরেক আপ নেতা সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ। এবার ২ হাজার কোটি টাকার সরকারি স্কুলের শ্রেণিকক্ষ নির্মাণ দুর্নীতিতে অভিযুক্ত হলেন এই দুই আপ নেতা। দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখা মণীশ ও সত্যেন্দ্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তে নেমেছে। অজ্ঞাতপরিচয় একজন সরকারি আধিকারিক এবং এক ঠিকাদারও এই দুর্নীতিতে অভিযুক্ত, জানিয়েছে দিল্লি পুলিশ।

Advertisement

দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া একটা সময় অরবিন্দ কেজিরওয়াল সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। অন্যদিকে সত্যেন্দ্র জৈন ছিলেন পূর্ত (পিডাব্লুডি) দপ্তরের মন্ত্রী। সরকারি ভবন নির্মাণের দায়িত্ব ছিল এই দপ্তরের হাতেই। তদন্তকারীদের অভিযোগ, আপের শাসনকালে ১২,০০০-এরও বেশি শ্রেণিকক্ষ এবং স্কুল ভবন অত্যধিক ব্যয়ে নির্মিত হয়েছিল। সব মিলিয়ে আ্রনুমানিক ২০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে ৩৪ জন ঠিকাদার স্কুল ভবন নির্মাণের বরাত পেয়েছিল, তাঁরা সকলেই আপের ঘনিষ্ট। সময় মতো কাজ শেষ হয়নি। এই কারণেই বাজেট ছাপিয়ে যায় খরচ। সম্প্রতি কিছু বিজেপি নেতা অভিযোগ করেন, শ্রেণীকক্ষ নির্মাণে দুর্নীতির কারণে প্রায় পাঁচ গুণ বেড়ে গিয়েছিল খরচ। এমনকী ৩২৬ কোটি টাকা ব্যয় বাড়লেও নতুন করে টেন্ডার ডাকা হয়নি। এরপরেই এই বিষয়ে তদন্তে নামে দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে ৩৪ জন ঠিকাদার স্কুল ভবন নির্মাণের বরাত পেয়েছিল, তাঁরা সকলেই আপের ঘনিষ্ট।
  • ৩২৬ কোটি টাকা ব্যয় বাড়লেও নতুন করে টেন্ডার ডাকা হয়নি।
Advertisement