Advertisement
৩৮-এ পা হিটম্যানের, বাড়ি-গাড়ি-সহ কত সম্পত্তি রোহিতের? জন্মদিনে রইল খতিয়ান
বেতন কত রোহিতের?
৩৮ বছরে পা দিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। গত দেড় দশকে সাদা বলের ক্রিকেটের বিশ্বসেরা তারকাদের মধ্যে উচ্চারিত হয় রোহিতের নাম। ওয়ানডে ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ওপেনারের রেকর্ডও ঈর্ষণীয়।
অধিনায়ক হিসাবে রোহিত পাঁচবার আইপিএল জিতেছেন। আর ক্রিকেটার হিসাবে ৬ বার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। সেটাও রেকর্ড।
রোহিতের আনুমানিক সম্পত্তি ২১৮ কোটি টাকা। ভারতের অন্যতম ধনী ক্রিকেটার তিনি। ক্রিকেট খেলার জন্য বেতনের পাশাপাশি বিভিন্ন জায়গায় বিনিয়োগ ও বিজ্ঞাপন থেকেও প্রচুর অর্থ উপার্জন করেন তিনি।
বোর্ডের এ+ ক্যাটাগরিতে রয়েছেন রোহিত। অর্থাৎ প্রতি বছর ৭ কোটি টাকা বেতন পান তিনি। এছাড়া টেস্ট ম্যাচ পিছু ১৫ লক্ষ টাকা, ওয়ানডে পিছু ৬ লক্ষ টাকা ও টি-টোয়েন্টি ৩ লক্ষ টাকা পান।
চলতি আইপিএলের আগে রোহিতকে ১৬.৩ কোটি টাকায় রিটেইন করে মুম্বই ইন্ডিয়ান্স। তবে এখন তিনি আর অধিনায়ক নন। এর আগে ২০২২ সালে ১৬ কোটি টাকায় তাঁকে রিটেইন করেছিল মুম্বই।
Published By: Arpan DasPosted: 01:48 PM Apr 30, 2025Updated: 01:48 PM Apr 30, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
