shono
Advertisement

আজ আদালতে তোলা হবে নেপাল সীমান্ত থেকে ধৃত জুহিকে

ষড়যন্ত্রের অভিযোগ রূপা, রাহুল সিনহাদের৷ The post আজ আদালতে তোলা হবে নেপাল সীমান্ত থেকে ধৃত জুহিকে appeared first on Sangbad Pratidin.
Posted: 08:48 AM Mar 01, 2017Updated: 03:20 AM Mar 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশু পাচার কাণ্ডে অবশেষে গ্রেপ্তার বিজেপি নেত্রী জুহি চৌধুরি৷ বুধবার তাঁকে তোলা হবে আদালতে৷ ইতিমধ্যেই শিলিগুড়িতে একপ্রস্থ জেরা করেছে সিআইডি৷

Advertisement

মঙ্গলবার রাতে নেপাল সীমান্তের কাছে খড়িবাড়ি থানা এলাকার বাতাসি থেকে জুহিকে গ্রেপ্তার করা হয়৷ সেখানে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিলেন তিনি৷ মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে জুহিকে গ্রেপ্তার করা হয়৷ সিআইডির দাবি, জুহি নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন৷ বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদক জুহি৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিজের প্রভাব কাজে লাগিয়ে জলপাইগুড়ির হোম কর্তৃপক্ষকে শিশু বিক্রি চালিয়ে যাওয়ায় মদত দিয়েছিলেন তিনি৷ বদলে মোটা টাকার কমিশন নিয়েছেন৷ জলপাইগুড়ির শিশু পাচার চক্রের মূল অভিযুক্ত হোম মালিক চন্দনা চক্রবর্তী গ্রেপ্তার হওয়ার পর থেকেই ফেরার ছিলেন জুহি৷

জরিবুটি দিয়ে গর্ভপাতের জের, নাচের মঞ্চেই মৃত্যু নর্তকীর

এদিকে মঙ্গলবারই পুলিশি হেফাজত থেকে চন্দনা শিশু পাচারের পুরো দায় চাপিয়ে দিয়েছিলেন জুহির উপর৷ চন্দনার দাবি, তিন বছর ধরে হোমের কাজকর্মের সঙ্গে জুহি জড়িত৷ যা করার জুহি-ই সব করেছেন৷ জুহি-ই কথা বলেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে৷ চন্দনার অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই ধরা পড়লেন জুহি৷ সিআইডি-র স্পেশাল সুপার অজয় প্রসাদ মঙ্গলবার রাতে জুহির গ্রেপ্তারের খবর দেন৷ জুহির গ্রেপ্তারি প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, “এটা বিজেপির বিরুদ্ধে চক্রান্ত৷ আদালতে সব প্রমাণ হবে৷” রাহুলবাবুর আরও বক্তব্য, বিজেপির গায়ে কাদা ছিটানোর জন্য চন্দনাকে দিয়ে এসব বলানো হচ্ছে৷ এর পিছনে তৃণমূলের রাজনীতি রয়েছে৷

এবিষয়ে মঙ্গলবার দিল্লি থেকে সংবাদ মাধ্যমকে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, চন্দনা নামে তিনি কাউকে চেনেন না৷ পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র৷ এই ঘটনায় আগেই বিজেপি সিবিআই তদন্ত দাবি করেছে৷ সিবিআই হলেই সব পরিষ্কার হয়ে যাবে৷ সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, একজন অভিযুক্ত মহিলা যা বলবেন তার উত্তর দিতে হবে না কি? সিআইডির বিরু‌দ্ধে পাল্টা মানহানির মামলা করারও হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি সাংসদ৷ হোমের হয়ে তদ্বির করার জন্য দলের কেন্দ্রীয় নেতা ও সাংসদের নাম ওঠার পিছনে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্বকেই খাড়া করছে বিজেপি৷ এদিকে সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যকে বলা হয়েছে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করার জন্য৷

আধাসেনার পোশাকে মালদায় মাঝরাতে আতঙ্ক ছড়াল ১১ জনের দল

শিশু পাচার কাণ্ডে হোমের হয়ে তদ্বির করার জন্য আগেই নাম জড়িয়েছিল জুহির৷ এরপর প্রধান অভিযুক্ত হোমকর্ত্রীর মুখে কৈলাস ও রূপার নাম আসায় বিজেপির অস্বস্তি আরও বাড়ে৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অবশ্য যুক্তি, কাউকে সাহায্য করার জন্য কারও সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াটা অন্যায় কিছু নয়৷ প্রতিদিন আমার কাছেও বহু লোক আসে ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে৷ সহযোগিতা করতে হয়৷ ওদের ভিতরে কী আছে তা জানা সম্ভব নয়৷ জুহি কাণ্ডে দলের মধ্যেও ভিন্নমত৷ সূত্রের খবর, হোমের সঙ্গে মহিলা নেত্রী জুহি ও তার বাবা রবীন্দ্রনারায়ণ চৌধুরির নাম জড়ানোয় দলের একাংশ তাঁদের বিরু‌দ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছে৷

জখমকে আবর্জনায় ফেলে চম্পট দিল খালাসি-চালক

The post আজ আদালতে তোলা হবে নেপাল সীমান্ত থেকে ধৃত জুহিকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement