সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর কাণ্ডের আঁচ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। তৃণমূল ছাত্র সংগঠনের সদস্যদের উপর হামলার অভিযোগ উঠল বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে। আক্রান্ত এক ছাত্রী। তাঁকে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি বনমালি কলেজে। জখম হয়েছেন কমপক্ষে ৬ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
যাদবপুর কাণ্ডের প্রতিবাদে সোমবার বাম ছাত্র সংগঠনের তরফে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্মঘট ডাকা হয়েছে। এদিন সকাল থেকে ধর্মঘট সফল করতে অন্যান্য কলেজের মতোই পাঁশকুড়ার বনমালি কলেজে ক্য়াম্পাসেই ছিলেন এসএফআই ও AIDSO-এর সদস্যরা। জানা গিয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ঢুকতে গেলেই অশান্তির সূত্রপাত। তাঁদের বাধা দেওয়া হয়। এরপরই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু'পক্ষ। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মহিলা-সহ বেশ কয়েকজন জখম হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে থাকলেও তাঁরা কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ।
শুধু বনমালী কলেজ নয়, এদিনের ধর্মঘটকে কেন্দ্র করে বহু কলেজেই অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। এদিন সকালে পড়ুয়ারা মেদিনীপুর কলেজে যান। অভিযোগ, পড়ুয়াদের কলেজে ঢুকতে বাধা দেয় এসএফআই। পালটা প্রতিরোধ করে টিএমসিপি। তা নিয়ে দু’পক্ষের প্রথমে বচসা শুরু হয়। পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি সামাল দেয়। তবে পুলিশের সঙ্গে এসএফআই সমর্থকরা দুর্ব্যবহার করে বলেও অভিযোগ। এখনও বেশ থমথমে কলেজ চত্বর। ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ও।