সংবাদ প্রতিদিন ব্যুরো: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে এবার মুখ্যমন্ত্রীর নজরে জঙ্গলমহল। প্রাথমিকভাবে খবর, আগামী সপ্তাহেই তিনি জঙ্গলমহলের তিন জেলায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সম্ভবত ২৭ থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে মুখ্যমন্ত্রী পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে প্রশাসনিক সভা করবেন। এর মাঝে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। সেকথা মাথায় রেখে সভাস্থল নির্বাচন করা হয়েছে। বেশিরভাগ সভা প্রেক্ষাগৃহে হবে বলে জেলা প্রশাসন সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফর নিয়ে চূড়ান্তভাবে কিছু জানা না গেলেও জেলা প্রশাসনকে এ বিষয়ে অবহতি করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ২৭ তারিখ পুরুলিয়ায় (Purulia) প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের মাঝে শিমুলিয়ার ব্যাটারি গ্রাউন্ড সভার সম্ভাব্য স্থল। আসলে এই এলাকার আশেপাশে স্কুল, কলেজ নেই। তাই উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়ে এখানে সভা হলে ছাত্রছাত্রীদের সমস্যা হবে না। সেকথা মাথায় রেখেই এই সভাস্থলের কথা ভাবা হয়েছে। এনিয়ে পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা জানিয়েছেন, ”প্রাথমিকভাবে আমাদের কাছে মুখ্যমন্ত্রীর আসার তথ্য রয়েছে। তবে এখনও চূড়ান্ত কিছু হয়নি।”
[আরও পড়ুন: বিরিয়ানির বদলে জিরা রাইস! গ্রাহক-কর্মী অশান্তিতে ধুন্ধুমার রেস্তরাঁয়]
২৭ তারিখ পুরুলিয়ার সভা করে সেখান থেকেই মুখ্যমন্ত্রীর চলে যাওয়ার কথা বাঁকুড়ায় (Bankura)। সেখানে রাত্রিবাসের পর বাঁকুড়ায় প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠান। জেলা প্রশাসন সূত্রে খবর, কোনও প্রেক্ষাগৃহে হবে এই সভা। বাঁকুড়া থেকে ২৮ তারিখই মুখ্যমন্ত্রী চলে যাবেন ঝাড়গ্রামে (Jhargram)। সেখানে রাত্রিবাসের পর ২৯ তারিখ ঝাড়গ্রামে পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। সমস্ত কর্মসূচি সেরে ওইদিনই কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রতিটি জেলাতেই কয়েকশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হওয়ার কথা। তবে এসবই প্রাথমিক তথ্য। মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফর চূড়ান্ত হওয়ার অপেক্ষা।