নন্দন দত্ত ও দেব গোস্বামী: লোকসভা ভোটের আগে সরকারি কর্মসূচি নিয়ে জেলায় জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পরিষেবা প্রদান-সহ একাধিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন। শনিবার তিনি যাচ্ছেন বীরভূমে (Birbhum)। সূত্রের খবর, শনিবার রাতে বোলপুর পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার সিউড়ির জনসভায় তিনি পরিষেবা প্রদান করবেন। রাজ্যের একাধিক সামাজিক ও জনকল্যাণমূলক প্রকল্প থেকে যাঁরা বঞ্চিত, তাঁদের হাতে তুলে দেবেন সুবিধা। ওইদিনই কলকাতায় ফেরার কথা তাঁর।
জানা যাচ্ছে, শনিবার বিকেলে কপ্টারে অন্ডাল (Andal) যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সন্ধের পর সড়কপথে বোলপুরের উদ্দেশে রওনা দেবেন। পৌঁছতে রাত হবে। এর পর বোলপুরে (Bolpur) দলের কর্মী, সমর্থকদের সঙ্গে ঘরোয়া আলোচনায় বসতে পারেন তৃণমূল সুপ্রিমো। তবে তা এখনও নিশ্চিত নয়। রবিবার বোলপুর থেকে সিউড়ি আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পরিষেবা প্রদান অনুষ্ঠান। বীরভূমের মতো গুরুত্বপূর্ণ জেলায় দলীয় কর্মী, সমর্থকদের উদ্দেশে রাজনৈতিক বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। তার পর বিকেলে সিউড়ি (Suri) থেকে রওনা দিয়ে কলকাতায় ফিরবেন।
[আরও পড়ুন: মাত্র ১৯ বছর বয়সে প্রয়াত আমির খানের ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি]
রবিবার মুখ্যমন্ত্রীর হাত ধরে বিশ্ব বাংলা বিশ্ববিদ্য়ালয়ের উদ্বোধন হতে পারে। ২০১৭ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশ্ববিদ্য়ালয়ের ঘোষণা করেন। ঘোষণার পর পরিকাঠামো না থাকলেও ২০২০-২১ শিক্ষাবর্ষে করোনা আবহ থেকেই পঠন- পঠন শুরু হয়। বর্তমানে বাংলা, ইংরেজি, ইতিহাস ও গণিত এই চারটি বিষয়ে স্নাতকোত্তর স্তরে পাঠদান চলছে। প্রায় ৬০০ কোটি টাকা অর্থ বরাদ্দ করে হিডকোকে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের নির্মাণের কাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প তাই তাঁর হাত ধরেই উদ্বোধনের অপেক্ষায়।
[আরও পড়ুন: বিয়ের আগে রুপোর ট্রে হাতে সিদ্ধি বিনায়কে ছুটলেন রাকুলপ্রীত-জ্যাকি, ছেঁকে ধরল ভিড়! দেখুন ভিডিও]
উল্লেখ্য, বীরভূমে দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) এই মুহূর্তে জেলবন্দি। গরু পাচার মামলায় সিবিআইয়ের (CBI) হাতে গ্রেপ্তার হয়ে তিনি তিহাড় জেলে। শত অনুরোধেও জামিন মেলেনি। কিন্তু অনুব্রতর পদ রয়েছে এখনও। অনুব্রতহীন বীরভূমে সাংগঠনিক কাজকর্ম দেখভালের জন্য তিনি ৫ সদস্যের কোর কমিটি তৈরি করে দিয়েছেন। তাতে রয়েছেন বিধায়ক, সাংসদরা। তবে সামগ্রিকভাবে এই জেলার সংগঠন নিজেই দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে রবিবারের সফরে তিনি সাংগঠনিক বার্তাও দিতে পারেন বলে মনে করছেন স্থানীয় নেতা, কর্মীরা।