অর্ণব দাস, বারাকপুর: বকেয়া ডিএ’র দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। এরই মাঝে ফের বেফাঁস খড়দহের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। বললেন, “ডিএ দিলে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার ও কন্যাশ্রী প্রকল্পের মতো সুবিধাগুলি হয়তো মিলবে না।” এই মন্তব্যের জেরেই প্রবল কটাক্ষের শিকার বিধায়ক। পালটা দিল বিরোধীরা।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। ভোটকে পাখির চোখ করে পথে নামছেন সব দলের নেতারা। তৃণমূলও পিছিয়ে নেই। নিজের নিজের জায়গায় জনসংযোগ চালাচ্ছেন নেতা-কর্মীরা। বৃহস্পতিবার খড়দহ বিধানসভা অঞ্চলের পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতে দিদির দূত কর্মসূচিতে যান বিধানসভা কেন্দ্রের বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়। পাতুলিয়ার প্রাচীনতম আজম চণ্ডি মন্দিরে পুজো দিয়ে প্রকল্পের সুচনা করেন তিনি। এরপর সভা করেন তিনি। সেখান থেকেই একাধিক ইস্যুতে মুখ খোলেন বিধায়ক।
[আরও পড়ুন: ‘রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে বেআইনি কাজ করছেন’, রাজ্যপালকে বেনজির আক্রমণ শুভেন্দুর]
সেখানেই ওঠে বকেয়া ডিএ প্রসঙ্গ। এদিন শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “রাজ্যের আর্থিক পরিস্থিতি ভাল নয়। বকেয়া ডিএ দিলে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্পগুলি বন্ধ হয়ে যাবে। এবার আপনারই ঠিক করুন কোনটা বেশি দরকার।” বিধায়কের এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। তাঁর কটাক্ষ, “রাজ্য সরকার খুব ভাল মতোই জানে, নিয়ম মেনে চললে মেলা, খেলা, উৎসব কোনওটাই হবে না।”