shono
Advertisement
CPM

সিপিএমের অন্দরে স্বৈরাচার! প্রতিবাদে জেলা প্যানেল থেকে নাম প্রত্যাহার বহু নেতার

সিপিএমের অন্দরে এই 'বিদ্রোহ' কার্যত নজিরবিহীন।
Published By: Paramita PaulPosted: 09:59 AM Dec 22, 2024Updated: 09:59 AM Dec 22, 2024

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: লাল পার্টির অন্দরেও বিদ্রোহের ইঙ্গিত! সিপিএমে স্বৈরতন্ত্র চলছে, নয়ছয় হচ্ছে কোষাগারের টাকাও! এই অভিযোগ তুলে দক্ষিণ ২৪ পরগনার জেলা কমিটি থেকে নাম তুলে নিল দলেরই এক তৃতীয়াংশ সদস্য। বৃহত্তম বাম শরিকের অন্দরে এই 'বিদ্রোহ' কার্যত নজিরবিহীন বলছেন দলেরই প্রবীণ নেতৃত্বের একাংশ।

Advertisement

আমতলার সোনাঝুরিতে সিপিএমের দক্ষিণ ২৪ পরগনার ২৬তম জেলা সম্মেলন চলছে। শনিবার, সম্মেলনের দ্বিতীয় দিন জেলা কমিটিতে পেশ হওয়া প্রস্তাবিত সদস্য প্যানেল থেকে এক তৃতীয়াংশ সদস্য তাঁদের নাম প্রত্যাহার করে নেন। বিদায়ী কমিটির সম্পাদক রতন বাগচী নতুন কমিটির প্রস্তাব দিতেই উত্তেজনা ছড়ায়। দলীয় সূত্রে খবর, বিদায়ী সম্পাদক ৬৫ জনের নাম প্রস্তাব করেন। তাঁদের মধ্যে ১৬ জন নাম প্রত্যাহার করে নিয়েছেন। সেই তালিকায় নাম রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেত্রী চন্দনা ঘোষ দস্তিদার। এমনকি, সুজন চক্রবর্তী 'ঘনিষ্ঠ' হিসেবে পরিচিত রাহুল ঘোষও নাম তুলে নিয়েছেন। সূত্রের দাবি,

তাঁরা পার্টি সম্মেলনে জানান,অনেকেই দলের গঠনতন্ত্র মেনে চলছেন না। নিজেদের খেয়ালখুশি মতো দল চালাচ্ছেন। তাঁদের আরও বিস্ফোরক দাবি, দলীয় কোষাগারের অর্থ আত্মসাতের মনোভাব নিয়েও বর্তমানে দল চালাচ্ছেন কেউ কেউ। তাছাড়াও প্রয়োজনে পার্টি কর্মীদের পাশে দলীয় নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এরই প্রতিবাদ স্বরূপ রাহুল ঘোষ, চন্দনা ঘোষ দস্তিদার-সহ এদিনের কমিটিতে পেশ হওয়া সদস্যদের এক তৃতীয়াংশ তাদের নাম প্রত্যাহার করে নেন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লাল পার্টির অন্দরেও বিদ্রোহের ইঙ্গিত!
  • সিপিএমে স্বৈরতন্ত্র চলছে, নয়ছয় হচ্ছে কোষাগারের টাকাও!
  • বৃহত্তম বাম শরিকের অন্দরে এই 'বিদ্রোহ' কার্যত নজিরবিহীন বলছেন দলেরই প্রবীণ নেতৃত্বের একাংশ।
Advertisement