সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এই রাজ্য থেকে উদ্ধার হল প্রচুর বিস্ফোরক। বুধবার নলহাটির খাবপুরে প্রায় ১,৮০,০০০ ইলেক্ট্রনিক ডেটনেটর উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর জিলেটিন স্টিকও।
[মহিলারা ভুল করেও এই সমস্যাগুলি এড়িয়ে যাবেন না! হতে পারে কোনও বড় বিপদ]
সিআরপিএফ ও রাজ্য পুলিশ যৌথভাবে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে। সূত্রের খবর, সিআরপিএফ ও নলহাটি থানার পুলিশ যৌথভাবে এলাকায় টহল দিচ্ছিল। সেই সময় দুষ্কৃতীরা গাড়িতে করে বিস্ফোরক নিয়ে যাচ্ছিল। পুলিশের সন্দেহ হলে তাঁরা গাড়িটি থামাতে নির্দেশ দেয়। কিন্তু দুষ্কৃতীদের গাড়িটি পুলিশকে এড়িয়ে পালাতে যায়। তবে শেষ পর্যন্ত পুলিশ ও অাধাসেনার যৌথবাহিনী দুষ্কৃতীদের গাড়িটি ধাওয়া করে সেটি ধরে ফেলে। গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে জানা গিয়েছে, ওই এলাকায় খাদানেও এই ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়। ওই বিপুল পরিমাণ বিস্ফোরক নাশকতামূলক কাজের জন্য আনা হয়েছিল না অন্য কোনও কাজের জন্য, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
[দেশের কনিষ্ঠতম মহিলা পাইলট হিসাবে MIG-29 ওড়াবেন কাশ্মীরের আয়েশা]
The post বীরভূম থেকে উদ্ধার প্রচুর বিস্ফোরক appeared first on Sangbad Pratidin.
