সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগে জট কাটল। রাজ্য সরকারের প্রস্তাবে সায় দিয়েই ছটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের নাম চূড়ান্ত করে ফেললেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য। শুক্রবার এই খবর জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোশাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন, দীর্ঘ জট কেটে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ছয় বিশ্ববিদ্যালয় এবার স্থায়ী উপাচার্য পেতে চলেছে। এর জন্য শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া সার্চ কমিটির প্রধান প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়েছেন।
নিয়ম অনুযায়ী, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হলেন সাংবিধানিক প্রধান রাজ্যপাল। এখন উপাচার্য নিয়োগে রাজ্য সরকারের এক্তিয়ার থাকলেও চূড়ান্ত অনুমোদন দিতে হয় আচার্যকে। এতদিন ৬ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্যরা দায়িত্ব সামলাচ্ছিলেন। স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য রাজ্য সরকার কয়েকটি নাম প্রস্তাব করেছিল। তবে তাতে অনুমোদন মেলেনি এতদিন। অভিযোগ উঠেছিল, রাজ্য সরকার নিজের পছন্দের শিক্ষাবিদদেরই ওই পদে বসাতে চায়। এনিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। নিরপেক্ষতার স্বার্থে শীর্ষ আদালত একটি সার্চ কমিটি গড়ে দেয় উপাচার্য বাছাইয়ের জন্য। যে কমিটির শীর্ষে ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিত।
রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস সার্চ কমিটির নির্দেশ মেনে অবশেষে উপাচার্যদের নামে চূড়ান্ত সিলমোহর দিলেন। দেখা গিয়েছে, রাজ্যের প্রস্তাবিত নামেই সায় দিয়েছেন তিনি। ফলে জট কাটল। প্রেসিডেন্সি, কল্যাণী, বর্ধমানের মতো নামী বিশ্ববিদ্যালয় এবার স্থায়ী উপাচার্য পেতে চলেছে। ছটি বিশ্ববিদ্যালয়ের কোথায় কে উপাচার্য হচ্ছেন, তাও প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে -
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য পদে বসছেন নির্মাল্যনারায়ণ চক্রবর্তী
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভার নেবেন শংকরকুমার নাথ।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পাল।
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য রূপকুমার বর্মন।
রানি রাসমনি গ্রিন বিশ্ববিদ্যালয়ের অমিয়কুমার পণ্ডা।
সিধো-কানহো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসছেন পবিত্রকুমার চক্রবর্তী।