অরিজিৎ গুপ্ত, হাওড়া: ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিধ্বংসী আগুন। শুক্রবার দুপুরের পর সাঁকরাইলের ওই পার্কে আগুন দেখা যায়। একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। আগুন আয়ত্বে আনতে প্রবল চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। আগুন নেভাতে ১৫টি ইঞ্জিন কাজ করছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকলকর্মীরা।

পুলিশ ও দমকল সূত্রে খবর, সাঁকরাইলের ওই এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে। একাধিক সংস্থার কারখানা রয়েছে সেখানে। এদিন দুপুরের পরে ওই ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। প্লাস্টিকের প্রচুর সামগ্রী, কাঁচামাল ভিতরে মজুত ছিল। ফলে নিমেষে সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। কারখানার বিভিন্ন জায়গায় ওই আগুন ছড়িয়ে পড়তে থাকে। সেসময় কারখানায় পুরোমাত্রায় কাজ চলছিল। আতঙ্কে শ্রমিকরা কোনওরকমে কারখানার ভিতর থেকে বেরিয়ে আসতে থাকেন। প্রথমে শ্রমিক, সাধারণ মানুষজনই আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে।
দাউদাউ করে জ্বলছে কারখানা। নিজস্ব চিত্র
খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। প্রথমে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে। ভয়াবহতা বুঝে আরও ইঞ্জিন সেখানে আগুন নেভাতে যায়। ১৫টি ইঞ্জিন পরে ঘটনাস্থলে যায়। আগুনের লেলিহান শিখায় গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। গোটা এলাকা ঘিরে রাখে সাঁকরাইল থানার পুলিশ। ধোঁয়ায় ভরে যায় আশপাশের আকাশ। আগুন যাতে আশপাশে ছড়িয়ে পড়তে না পারে, সেদিকেও নজর রাখা হয়েছে।
কীভাবে আগুন লাগুল? শট সার্কিট নাকি অন্য কোনও কারণ? সেই প্রশ্ন উঠেছে। আগুন নেভানোর পর সেই বিষয়ে তদন্ত হবে। সেই কথা জানিয়েছেন দমকলের আধিকারিকরা। কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।