shono
Advertisement

টিকিয়াপাড়ার ঘটনার জের, সরানো হল হাওড়ার পুর-কমিশনারকে

আপাতত পুর-কমিশনারের দায়িত্ব সামলাবেন অতিরিক্ত জেলাশাসক। The post টিকিয়াপাড়ার ঘটনার জের, সরানো হল হাওড়ার পুর-কমিশনারকে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:46 AM Apr 29, 2020Updated: 10:48 AM Apr 29, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওড়ার টিকিয়াপাড়ার ঘটনার জেরে অপসারিত পুর কমিশনার বিজিন কৃষ্ণা। মঙ্গলবার গভীর রাতে নবান্নের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয় যে, আপাতত পুর কমিশনারের দায়িত্ব সামলাবেন হাওড়ার অতিরিক্ত জেলাশাসক ধবল জৈন।

Advertisement

ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকেলে। এদিন দুপুরেই টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে পুলিশের টহলদারি শুরু হয়। তখনও পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু বিকেলের দিকে আচমকা প্রচুর মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন। লকডাউন না মেনে রাস্তায় ভিড় করেন। তখনই লকডাউন কার্যকর করতে ভিড় সরাতে গেলে আক্রান্ত হয় পুলিশ। পুলিশের ২টি গাড়ি ভাঙচুর করা। পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোঁড়া হয়। দু’জন পুলিশকর্মী গুরুতর আহত হন। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ ও র‌্যাফ পৌঁছয় ঘটনাস্থলে। এদিনই রাজ্য পুলিশের তরফে টুইট করে জানানো হয় যে অভিযুক্তরা শাস্তি পাবেই। রাত থেকেই এলাকায় শুরু হয় ধরপাকড়।

[আরও পড়ুন:৪০০ ছাড়াল কলকাতার আক্রান্তের সংখ্যা, সতর্কতা জারি মহানগরের ‘সুপার হটস্পট’গুলিতে]

এরপর রাতেই রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে বদলি করা হয় পুর-কমিশনারকে। যদিও বিরোধীদের কথায়, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুর কমিশনারের নয়। তাই এই ঘটনার কারণে ওই তাঁকে বদলি অনৈতিক।

 

[আরও পড়ুন:মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট নেগেটিভ থেকে হল পজিটিভ, হাসপাতালে যেতেই মৃত্যু বৃদ্ধের]

The post টিকিয়াপাড়ার ঘটনার জের, সরানো হল হাওড়ার পুর-কমিশনারকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement